চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক শিক্ষার্থীর ছুরি হামলায় আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার ইশিং শহরের উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলাকারী ওই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। খবর তাস, এএফপি, ও রয়টার্স।
ইশিং পুলিশ জানায়, ২১ বছর বয়সী হামলাকারী শিক্ষার্থী ক্যাম্পাসের সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। পরীক্ষার ফলাফলে হতাশ ও ক্ষুব্ধ হয়ে তিনি এই হামলা চালান।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ফলাফল প্রকাশের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে ক্ষোভ থেকেই এই হামলা চালিয়েছেন।
হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলাকারী শিক্ষার্থী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মানসিক স্বাস্থ্য ও চাপ সামলানোর পর্যাপ্ত ব্যবস্থার অভাব এই ধরনের সহিংসতার একটি বড় কারণ হতে পারে। সমাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এখন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।