শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

ভারতে এক কেজি স্বর্ণ পাচার করছিলেন ট্রাকচালক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৬:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৭৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কেজি ওজনের বেশি স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুটি পৃথক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে।

এদের মধ্যে এক ট্রাকচালক এক কেজির বেশি স্বর্ণসহ ধরা পড়েন। এছাড়া এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা অবস্থায় দুটি স্বর্ণের চেইন পাওয়া যায়।

এসব স্বর্ণ জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তের বিএসএফের ১৪৫তম ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএসএফ এর তথ্য মতে, বেনাপোল সীমান্ত পার হয়ে আসা এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের চেইন এবং অপর একটি ঘটনায় এক ট্রাকচালকের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বাহিনীর সদস্যরা।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৯ গ্রাম দশমিক ৬৬ মিলিগ্রাম। যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য ৭৯ দশমিক ৬১ লাখ রুপি।

প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল ১১ টা ২০ মিনিটে।

জিজ্ঞাসাবাদে ভারতীয় যাত্রী জানিয়েছে, একজন বাংলাদেশির এসব স্বর্ণের চেইন বহন করার জন্য ৫০০ রুপি করে দিয়েছিলেন তাকে।

অপরদিকে, ট্রাকচালক জানিয়েছেন, স্বর্ণের বিস্কুটগুলো ভারতে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে বেনাপোলে একজন তাকে ২ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন। কিন্তু তার আগেই বিএসএফএর হাতে ধরা পড়ে যেতে হলো।

আটক দুই ব্যক্তি ও জব্দকৃত স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোলে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভারতে এক কেজি স্বর্ণ পাচার করছিলেন ট্রাকচালক

আপডেট সময় : ০৮:৪৬:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কেজি ওজনের বেশি স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুটি পৃথক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে।

এদের মধ্যে এক ট্রাকচালক এক কেজির বেশি স্বর্ণসহ ধরা পড়েন। এছাড়া এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা অবস্থায় দুটি স্বর্ণের চেইন পাওয়া যায়।

এসব স্বর্ণ জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তের বিএসএফের ১৪৫তম ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএসএফ এর তথ্য মতে, বেনাপোল সীমান্ত পার হয়ে আসা এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের চেইন এবং অপর একটি ঘটনায় এক ট্রাকচালকের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বাহিনীর সদস্যরা।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৯ গ্রাম দশমিক ৬৬ মিলিগ্রাম। যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য ৭৯ দশমিক ৬১ লাখ রুপি।

প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল ১১ টা ২০ মিনিটে।

জিজ্ঞাসাবাদে ভারতীয় যাত্রী জানিয়েছে, একজন বাংলাদেশির এসব স্বর্ণের চেইন বহন করার জন্য ৫০০ রুপি করে দিয়েছিলেন তাকে।

অপরদিকে, ট্রাকচালক জানিয়েছেন, স্বর্ণের বিস্কুটগুলো ভারতে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে বেনাপোলে একজন তাকে ২ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন। কিন্তু তার আগেই বিএসএফএর হাতে ধরা পড়ে যেতে হলো।

আটক দুই ব্যক্তি ও জব্দকৃত স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোলে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।