বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কেজি ওজনের বেশি স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুটি পৃথক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে।
এদের মধ্যে এক ট্রাকচালক এক কেজির বেশি স্বর্ণসহ ধরা পড়েন। এছাড়া এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা অবস্থায় দুটি স্বর্ণের চেইন পাওয়া যায়।
এসব স্বর্ণ জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তের বিএসএফের ১৪৫তম ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএসএফ এর তথ্য মতে, বেনাপোল সীমান্ত পার হয়ে আসা এক ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হ্যান্ডেলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের চেইন এবং অপর একটি ঘটনায় এক ট্রাকচালকের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বাহিনীর সদস্যরা।