লেবাননে ইসরায়েলি অভিযানে এক রাতে নিহত ৫২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক রাতে নিহত হয়েছে ৫২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। শুক্রবার (১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এনএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।

এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দা।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পর সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় প্রতিদিন হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রায় এক বছর এই অবস্থা চলার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সূত্র: এপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরায়েলি অভিযানে এক রাতে নিহত ৫২

আপডেট সময় : ০২:১০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪

লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক রাতে নিহত হয়েছে ৫২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। শুক্রবার (১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এনএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।

এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দা।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পর সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় প্রতিদিন হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রায় এক বছর এই অবস্থা চলার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সূত্র: এপি