শিরোনাম :
Logo তারেক রহমানের নেতৃত্বে ইনসাফভিত্তিক মানবতাবাদী বাংলাদেশ গঠনের অঙ্গীকারঃ মোশাররফ হোসেন মিয়াজী Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিজয় র‌্যালি Logo জুলাই বিপ্লবের স্মৃতিতে ইবিতে সংগ্রহশালা উদ্বোধন Logo ৫ ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কয়রা থানা বিএনপি’র বিজয় মিছিল Logo জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন Logo গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী কর্মসূচি পালন নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের ঠাঁই হবে না : হাফেজ মাওলানা মাকসুদুর রহমান Logo জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কচুয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ Logo লস্কর সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে তরুণ ও মেধাবী অভিনেতা জাহাঙ্গীর রাজু Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল Logo তালাকের ক্ষোভে জামাতার বিরুদ্ধে শাশুড়ির ধর্ষণ মামলা

ইরানে ইসরায়েলের হামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইসরায়েল এ হামলা চালিয়েছে।

ইসরায়েল বলেছে, ইরানের শাসকদের মাসব্যাপী ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার রাতে দেশটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এক মাস আগে ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পর ধারণা করা হচ্ছিল ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, অভিযান চলছে। ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক এই হামলা চলছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থা বলছে, ইরানের রাজধানীর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পরিমাণ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এখনো স্পষ্ট নয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামলার সময় সামরিক সদর দফতরের অপারেশন সেন্টারে তার একটি ছবি প্রকাশ করেছে।

ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

যুক্তরাষ্ট্রের এ বিবৃতির পর ইসরায়েলি সংবাদমাধ্যম নিউজ ১২ জানিয়েছে, ইরানে ‘দ্বিতীয় দফায়’ হামলা শুরু হয়েছে। ইরানের শিরাজ শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে বলে গত সপ্তাহে হুমকি দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ইনসাফভিত্তিক মানবতাবাদী বাংলাদেশ গঠনের অঙ্গীকারঃ মোশাররফ হোসেন মিয়াজী

ইরানে ইসরায়েলের হামলা

আপডেট সময় : ০৮:৩৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ইসরায়েল এ হামলা চালিয়েছে।

ইসরায়েল বলেছে, ইরানের শাসকদের মাসব্যাপী ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার রাতে দেশটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এক মাস আগে ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পর ধারণা করা হচ্ছিল ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, অভিযান চলছে। ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক এই হামলা চলছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থা বলছে, ইরানের রাজধানীর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পরিমাণ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এখনো স্পষ্ট নয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামলার সময় সামরিক সদর দফতরের অপারেশন সেন্টারে তার একটি ছবি প্রকাশ করেছে।

ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

যুক্তরাষ্ট্রের এ বিবৃতির পর ইসরায়েলি সংবাদমাধ্যম নিউজ ১২ জানিয়েছে, ইরানে ‘দ্বিতীয় দফায়’ হামলা শুরু হয়েছে। ইরানের শিরাজ শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে বলে গত সপ্তাহে হুমকি দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।