৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা। গত ২৩ অক্টোবর হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে দাবি করা হয়। তবে কখন কীভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। খবর বাংলানিউজের।

যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ মোট তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা। গত ২৩ অক্টোবর হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে দাবি করা হয়। তবে কখন কীভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। খবর বাংলানিউজের।

যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ মোট তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।