বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৭৪৯ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ। তার সঙ্গে আট ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেন। রাজ্যের বিশেষ মর্যাদা খোয়ানোর ছয় বছর পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো এই অঞ্চলে। বিজেপিকে হারিয়ে ভোটে জয়ী হয় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট।

মঙ্গলবার ওমরসহ ৯ জনকে শপথ বাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

শ্রীনগরে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ওমরের শপথগ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ। আবদুল্লাহর পরিবারের ওমর তৃতীয় প্রজন্মের মুখ্যমন্ত্রী। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ছয়টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করছে তাদের জোট।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ সদস্য ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে নেত্রী কানিমোজি, সিপিআই নেতা ডি রাজা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রমুখ।

উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিনিয়র ন্যাশনাল কনফারেন্স বিধায়ক সুরিন্দর সিং চৌধুরী।

এ ছাড়া এই দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে পাঁচ বিধায়ক শপথ নেন। তারা হলেন- স্বতন্ত্র দলের সতীশ শর্মা এবং ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতলু, জাহিদ দার, সুরিন্দর চৌধুরী এবং জাহিদ রানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

আপডেট সময় : ০৭:৪৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ। তার সঙ্গে আট ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেন। রাজ্যের বিশেষ মর্যাদা খোয়ানোর ছয় বছর পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো এই অঞ্চলে। বিজেপিকে হারিয়ে ভোটে জয়ী হয় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট।

মঙ্গলবার ওমরসহ ৯ জনকে শপথ বাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

শ্রীনগরে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ওমরের শপথগ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ। আবদুল্লাহর পরিবারের ওমর তৃতীয় প্রজন্মের মুখ্যমন্ত্রী। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ছয়টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করছে তাদের জোট।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ সদস্য ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে নেত্রী কানিমোজি, সিপিআই নেতা ডি রাজা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রমুখ।

উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিনিয়র ন্যাশনাল কনফারেন্স বিধায়ক সুরিন্দর সিং চৌধুরী।

এ ছাড়া এই দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে পাঁচ বিধায়ক শপথ নেন। তারা হলেন- স্বতন্ত্র দলের সতীশ শর্মা এবং ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতলু, জাহিদ দার, সুরিন্দর চৌধুরী এবং জাহিদ রানা।