ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে অনেক জায়গায় ধস নেমেছে। পানি বেড়েছে তিস্তায়। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে।
দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। এদিকে, অবিরাম বৃষ্টির কারণে তিস্তায় পানি অনেকটাই বেড়েছে।
তিস্তার পাশে সতর্কতা জারি করা হয়েছে। তিস্তার পানি বাড়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, তিস্তায় পানি বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত পানি হবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নামে। শুক্রবারও আরও কয়েকটি জায়গায় ধস নামে। মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের কবলে পড়েছে লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা রাস্তাও।