শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মায়ের প্রেমিক রহমানকে নিয়ে মুখ খুললেন সুস্মিতাকন্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। যিনি তার থেকে বয়সে ছোট রহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে তাদের বিয়ের ব্যাপারে এখনো কোনো তথ্য যানা যায়নি।

সুস্মিতা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যারা ঢুঁ মারেন, তারা জানেন, প্রেমিক রহমান শালের সঙ্গে কী অন্তরঙ্গ তিনি। সুস্মিতার দুই মেয়ে রিনি ও আলিশাও রহমানকে বেশ ভালোবাসেন। তাদের যৌথ ফটোগ্রাফই এর প্রমাণ। খুনসুটি, দুষ্টুমিতে ভরা সুস্মিতার সোশ্যাল ওয়াল।

সুস্মিতার বড় মেয়ে রিনি সেন। আর কিছুদিন পরেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুত্তাবাজি’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে রিনির। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, সম্প্রতি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নিজের অভিষেক ও মায়ের প্রেমিক রহমানকে নিয়ে মুখ খুলেছেন তিনি। আলিশা সেনের সঙ্গে রহমানের হৃদ্যতা নিয়েও কথা বলেন রিনি।

রিনি বলেন, আমরা চারজনই যার যার কাজ করি এবং রোববার যখন একত্র হই, খুব মজা হয়। আমরা মায়ের সঙ্গে সিনেমা দেখতে ভালোবাসি। আমরা একসঙ্গে দারুণ কিছু ক্ল্যাসিক দেখেছি এবং সম্প্রতি মা আলিশাকে বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। গানের সঙ্গেও আমাদের বন্ধন দৃঢ়। এর চেয়ে বড় কথা হলো, আমরা একত্র হলে খুব মজা হয়। এখন রহমান আঙ্কেল আছেন; তিনি, তার সংস্কৃতি ও তার পরিবার সম্পর্কে জানছি আমরা। কিছু না করলেও আমরা দারুণ সময় কাটাই!

রিনি সেন আরো জানান, তার মায়ের মতো তিনিও রহমানকে নিয়ে গর্বিত। স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিষেকের ব্যাপারে তাকে যথেষ্ট প্রেরণা জুগিয়েছেন রহমান।

৪ জানুয়ারি রহমানের জন্মদিন ছিল। দেই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছিলেন সুস্মিতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

মায়ের প্রেমিক রহমানকে নিয়ে মুখ খুললেন সুস্মিতাকন্যা

আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১

নিউজ ডেস্ক:সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। যিনি তার থেকে বয়সে ছোট রহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে তাদের বিয়ের ব্যাপারে এখনো কোনো তথ্য যানা যায়নি।

সুস্মিতা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যারা ঢুঁ মারেন, তারা জানেন, প্রেমিক রহমান শালের সঙ্গে কী অন্তরঙ্গ তিনি। সুস্মিতার দুই মেয়ে রিনি ও আলিশাও রহমানকে বেশ ভালোবাসেন। তাদের যৌথ ফটোগ্রাফই এর প্রমাণ। খুনসুটি, দুষ্টুমিতে ভরা সুস্মিতার সোশ্যাল ওয়াল।

সুস্মিতার বড় মেয়ে রিনি সেন। আর কিছুদিন পরেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুত্তাবাজি’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে রিনির। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, সম্প্রতি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নিজের অভিষেক ও মায়ের প্রেমিক রহমানকে নিয়ে মুখ খুলেছেন তিনি। আলিশা সেনের সঙ্গে রহমানের হৃদ্যতা নিয়েও কথা বলেন রিনি।

রিনি বলেন, আমরা চারজনই যার যার কাজ করি এবং রোববার যখন একত্র হই, খুব মজা হয়। আমরা মায়ের সঙ্গে সিনেমা দেখতে ভালোবাসি। আমরা একসঙ্গে দারুণ কিছু ক্ল্যাসিক দেখেছি এবং সম্প্রতি মা আলিশাকে বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। গানের সঙ্গেও আমাদের বন্ধন দৃঢ়। এর চেয়ে বড় কথা হলো, আমরা একত্র হলে খুব মজা হয়। এখন রহমান আঙ্কেল আছেন; তিনি, তার সংস্কৃতি ও তার পরিবার সম্পর্কে জানছি আমরা। কিছু না করলেও আমরা দারুণ সময় কাটাই!

রিনি সেন আরো জানান, তার মায়ের মতো তিনিও রহমানকে নিয়ে গর্বিত। স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিষেকের ব্যাপারে তাকে যথেষ্ট প্রেরণা জুগিয়েছেন রহমান।

৪ জানুয়ারি রহমানের জন্মদিন ছিল। দেই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছিলেন সুস্মিতা।