নিউজ ডেস্ক:মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান বলেন, ‘অনুভূতি ভালো। আমি খুবই আনন্দিতবোধ করছি। কৃতিত্ব পুরোটাই আমার টিমের এবং আমাদের পরিচালকের। উনি আমার ওপর ভরসা করে চরিত্রটি না দিতেন তাহলে অভিনয় করে চরিত্রটি বের করে নিয়ে আসা সম্ভব ছিলো না। আমাদের স্ক্রিপ্ট আক্ষরিক অর্থে আর্ন্তজাতিক মানের স্ক্রিপ্ট। গল্পের ফিলোসফি অন্য জায়গায়।’
দুজন আধুনিক মানুষের পুরো জীবন একদিনের গল্পের ভিতর দিয়ে ‘রবিবার’ সিনেমায় তুলে ধরা হয়েছে জানিয়ে দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘ইন্টেলিজেন্ট স্ক্রিপ্ট এবং বুদ্ধিমান দর্শকের জন্য এ গল্পটি। ভালো লাগছে আমার দর্শকদের ভালোবাসা, দোয়া সবসময় আমার সাথে থাকে। এজন্যই এই পথগুলো পাড়ি দেওয়া সম্ভব হয়। দর্শকদের কাছে কৃতজ্ঞতা, গণমাধ্যমের বন্ধুদের কাছে কৃতজ্ঞতা সবসময় আপনারা পাশে ছিলেন।’
গেল বছরের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ‘রবিবার’ সিনেমাটি। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জি। মুক্তি পর বেশ প্রশংসিত হয়েছিল ‘রবিবার’। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশেও মুক্তি পায় সিনেমাটি।