স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মশিয়ার মৃধার ছেলে ও মীনগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী। নিহতের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার মৃধা জানান, ভাতিজা সাব্বির দুপুরে তার মামার মোটরসাইকেল নিয়ে আবাইপুর গ্রামের মাঠের ভিতর বন্ধুদের সাথে চালাতে যায়। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার
২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ