ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী

0
34

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ঝিনাইদহ শহরের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ইসরাইল হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব খন্দকার হাফিজ ফারুক, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস আলী, সাধারন সম্পাদক একরামুল হক লিকু, হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ নেতা রওশন আলী, ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ন-আহবায়ক রাজু আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ সায়েদুল আলম। এর আগে ফলন উন্মোচন করে কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।