নিউজ ডেস্ক:মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি দাখিল মাদ্রাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বামুন্দি পুলিশ ফাঁড়ি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বামুন্দি পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস হোসেন পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। বামন্দি ক্যাম্প পুলিশের এএসআই ইলিয়াস হোসেন জানান, এ দিন সকালে ওই এলাকার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে করমদি মাদ্রাসার সামনে থেকে প্রাপ্ত বস্তা তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, করমদি মাদ্রাসার সামনে থেকে বামন্দি ক্যাম্প পুলিশ বস্তাভর্তি পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গাংনী থানায় জমা করেছে ।




















































