নিউজ ডেস্ক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৬৩ জন আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সোমবার বিকেলে আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ২৪ জন, রাজপাড়া থানা ২৪ জন, মতিহার থানা ৬ জন, শাহ মখদুম থানা ৫ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করেছে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জন মাদক ব্যবসায়ী, ১ জন জামায়াত কর্মী এবং ৪১ জন অন্যান্য অপরাধে আটক হয়েছেন।
























































