ভারতে বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত

  • আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দ্বিখন্ডিত হয়ে যাওয়ায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া একপ্রেস বোয়িং ৭৩৭ কোঝিকোডে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে রানওয়ে থেকে ছিটকে একটি বাঁধে পড়ে আরও শতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক। এটি একটি করোনাভাইরাস উদ্ধার ফ্লাইট ছিল।
কর্মকর্তারা জানান, বিমানটিতে ১৯১ যাত্রী ক্রু ছিলেন। এটি কেরালা রাজ্যের টেবিলটপ রানওয়ে থেকে ছিটতে ১০ মিটার (৩৫ ফুট) নিচে পড়ে যায়। সুভাগ্যবশতঃ বিমানটিতে আগুন ধরেনি।
কোঝিকোডি কর্মকর্তা শ্রীরাম সাম্ভাশিবা জানান, সেখানে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।
এএফপি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১০ মাস ও ১৮ মাস বয়সের দুই শিশু রয়েছে।
খবরে আরো বলা হয়, এ দুর্ঘটনায় দুই পাইলটের একজন প্রাণ হারিয়েছে। নিহত এ পাইলটের নাম দীপক সাথ। তিনি বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল করিম এএফপি’কে বলেন, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনের অবস্থা আশংকাজনক এবং তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং বলেন, তিনি এ ঘটনায় ‘দুঃখিত ও মর্মাহত।’ তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তরা এ বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় ‘নিরীহ মানুষ প্রাণ হারানোয় দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত

আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দ্বিখন্ডিত হয়ে যাওয়ায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া একপ্রেস বোয়িং ৭৩৭ কোঝিকোডে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে রানওয়ে থেকে ছিটকে একটি বাঁধে পড়ে আরও শতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক। এটি একটি করোনাভাইরাস উদ্ধার ফ্লাইট ছিল।
কর্মকর্তারা জানান, বিমানটিতে ১৯১ যাত্রী ক্রু ছিলেন। এটি কেরালা রাজ্যের টেবিলটপ রানওয়ে থেকে ছিটতে ১০ মিটার (৩৫ ফুট) নিচে পড়ে যায়। সুভাগ্যবশতঃ বিমানটিতে আগুন ধরেনি।
কোঝিকোডি কর্মকর্তা শ্রীরাম সাম্ভাশিবা জানান, সেখানে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।
এএফপি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১০ মাস ও ১৮ মাস বয়সের দুই শিশু রয়েছে।
খবরে আরো বলা হয়, এ দুর্ঘটনায় দুই পাইলটের একজন প্রাণ হারিয়েছে। নিহত এ পাইলটের নাম দীপক সাথ। তিনি বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল করিম এএফপি’কে বলেন, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনের অবস্থা আশংকাজনক এবং তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং বলেন, তিনি এ ঘটনায় ‘দুঃখিত ও মর্মাহত।’ তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তরা এ বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় ‘নিরীহ মানুষ প্রাণ হারানোয় দুঃখ প্রকাশ করেছেন।