নিউজ ডেস্ক:
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে ব্রাজিলে।
এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
আক্রান্তের পাশাপাশি এ অঞ্চলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ছাড়িয়ে গেছে।
২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৫০ হাজার এবং মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ছাড়িয়ে গেছে।
এদিক থেকে দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ এবং মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৫৫ হাজারে দাঁড়িয়েছে। ল্যাটিন অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ পেরুতে কোভিড-১৯-এ প্রায় ৪ লাখ ২৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে।
সরকার জানিয়েছে, পেরুতে করোনাভাইরাস আক্রান্তের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ এবং মৃতের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।