শিরোনাম :
Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

শাহরুখের প্রতি দুর্বল ছিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা প্রিয়াঙ্কা !

  • আপডেট সময় : ১১:১৮:২০ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডে শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নতুন কিছু নয়। জানা যায়, ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখের প্রতি দুর্বল ছিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা। তবে তাদের প্রথমবারের মতো জুটিবদ্ধভাবে দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে। এছাড়াও বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানেও তাদের দেখা যেত ঘনিষ্ঠভাবে।এতকিছুর পর বলিউডে গুঞ্জন জোড়ালো হতে থাকে, কানাডার টরেন্টোতে গোপনে বিয়েও করেন শাহরুখ-প্রিয়াঙ্কা।

বিভিন্ন সময়ে সাক্ষাৎকারেও তাদের এই ঘনিষ্ঠতার কথাও স্বীকার করে নেন তারা। শাহরুখ বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে স্টার মনে করলেও একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’। শাহরুখের জানান, তার চুল যখনই এলোমেলো হয়ে পড়ে তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা।‘ডন টু’র পরে পরিচালক প্রযোজকদের কাছে প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য অনুরোধও করতে থাকেন বলিউড বাদশাহ।এছাড়াও, শাহরুখের বাসভবন ‘মান্নাত’র সবকটি পার্টিতেই প্রিয়াঙ্কার উপস্থিতি যেন নিশ্চিত। সেইসাথে পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে শাহরুখের বাহুলগ্না হয়েও থাকতেন প্রিয়াঙ্কা।জানা যায়, শাহরুখের কথায় নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে দাওয়াতও দিয়েছিলেন করণ জোহর। সেই পার্টিতে নাকি শাহরুখ গালে চুমু খেয়ে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়েছিলেন। এ নিয়ে স্ত্রী গৌরির সঙ্গে কথা কাটাকাটিও হয় শাহরুখের। এমনকি, প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে শাহরুখকে বিবাহবিচ্ছেদের হুমকিও নাকি দেন গৌরী।গৌরির পরামর্শেই করণ জোহরসহ বলিউডের অনেকেই প্রিয়াঙ্কার থেকে মুখ ফিরিয়ে নেন। সেইসাথে, গৌরির কারণেই নাকি ‘মান্নাত’র যে কোন পার্টিতে এখন একপ্রকার নিষিদ্ধ হয়ে আছেন প্রিয়াঙ্কা।এক চ্যাট শোতে প্রিয়াঙ্কা একটি জ্যাকেট দেখিয়ে বলেন তার প্রাক্তন প্রেমিক সেটা তাঁকে দিয়েছেন।
প্রিয়াঙ্কার পরনের ওই একই জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা

শাহরুখের প্রতি দুর্বল ছিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা প্রিয়াঙ্কা !

আপডেট সময় : ১১:১৮:২০ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

বলিউডে শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নতুন কিছু নয়। জানা যায়, ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখের প্রতি দুর্বল ছিলেন বলিউডের এই লাস্যময়ী নায়িকা। তবে তাদের প্রথমবারের মতো জুটিবদ্ধভাবে দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে। এছাড়াও বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানেও তাদের দেখা যেত ঘনিষ্ঠভাবে।এতকিছুর পর বলিউডে গুঞ্জন জোড়ালো হতে থাকে, কানাডার টরেন্টোতে গোপনে বিয়েও করেন শাহরুখ-প্রিয়াঙ্কা।

বিভিন্ন সময়ে সাক্ষাৎকারেও তাদের এই ঘনিষ্ঠতার কথাও স্বীকার করে নেন তারা। শাহরুখ বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে স্টার মনে করলেও একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’। শাহরুখের জানান, তার চুল যখনই এলোমেলো হয়ে পড়ে তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা।‘ডন টু’র পরে পরিচালক প্রযোজকদের কাছে প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য অনুরোধও করতে থাকেন বলিউড বাদশাহ।এছাড়াও, শাহরুখের বাসভবন ‘মান্নাত’র সবকটি পার্টিতেই প্রিয়াঙ্কার উপস্থিতি যেন নিশ্চিত। সেইসাথে পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে শাহরুখের বাহুলগ্না হয়েও থাকতেন প্রিয়াঙ্কা।জানা যায়, শাহরুখের কথায় নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে দাওয়াতও দিয়েছিলেন করণ জোহর। সেই পার্টিতে নাকি শাহরুখ গালে চুমু খেয়ে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়েছিলেন। এ নিয়ে স্ত্রী গৌরির সঙ্গে কথা কাটাকাটিও হয় শাহরুখের। এমনকি, প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে শাহরুখকে বিবাহবিচ্ছেদের হুমকিও নাকি দেন গৌরী।গৌরির পরামর্শেই করণ জোহরসহ বলিউডের অনেকেই প্রিয়াঙ্কার থেকে মুখ ফিরিয়ে নেন। সেইসাথে, গৌরির কারণেই নাকি ‘মান্নাত’র যে কোন পার্টিতে এখন একপ্রকার নিষিদ্ধ হয়ে আছেন প্রিয়াঙ্কা।এক চ্যাট শোতে প্রিয়াঙ্কা একটি জ্যাকেট দেখিয়ে বলেন তার প্রাক্তন প্রেমিক সেটা তাঁকে দিয়েছেন।
প্রিয়াঙ্কার পরনের ওই একই জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গেছে।