শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

কোহলির জন্য বল করছেন আনুশকা

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:একটি ভিডিও লকডাউন অমান্য করে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভবন চত্বরে বল করছেন বলিউড তারকা আনুশকা শর্মা। আর ব্যাট হাতে ভারতের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। চার বা ছয় মারার জায়গা নেই। অল্প জায়গাতেই ব্যাটিং অনুশীলন করছেন কোহলি। ফিল্ডার তো কেউ নেই। ব্যাটিং করে নিজেই বল ছুড়ে দিচ্ছেন ৩২ বছর বয়সী ‘বোলার’ আনুশকার কাছে।

পাক্কা বোলারের মতোই ক্যাচ ধরছেন, বল করছেন আনুশকা। ফিল্মফেয়ার ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বিরাটের জীবনসঙ্গী নিশ্চিত করছেন, সে যেন লকডাউনেও ঠিকমতো ব্যাটিং অনুশীলন করে।’ আনুশকার ইনস্টাগ্রামে একবার ঢুঁ দিলেন আপনি বুঝে যাবেন, ভারতের জনপ্রিয় এই তারকা দম্পতি লকডাউনের শতভাগ সুফল নিচ্ছেন। তাঁরা একসঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। কখনো আনুশকা বিরাটের চুল কেটে দিচ্ছেন। কখনোবা বাবা–মাকে সঙ্গে নিয়ে মনোপলি খেলছেন

দুজন একসঙ্গে অনলাইনে একটা একাডেমির পঞ্চাশ হাজার ছাত্রের উদ্দেশে ভাষণও দিয়েছেন। আর কোহলিকে চার মারতে বলছেন আনুশকা, এই ভিডিও তো কেবল আনুশকার ইনস্টাগ্রামেই দেখা হয়েছে ১ কোটি ৬৩ লাখের বেশিবার নিশ্চিতভাবেই লকডাউনে কোয়ারেন্টিনে ঘরে বসে এই ভারতীয় ক্রিকেট অধিনায়কের মন পড়ে আছে ২২ গজের পিচে, মাঠে। তাই ‘কোহলি, এই কোহলি, কোহলি। চার মার না, কী করছিস! এই কোহলি, চার মার’—এভাবেই কোহলিকে ‘খেলার মাঠের আবহে’ চার মারতে বলেছেন আনুশকা।

আর নিজেদের ঘরে পাশে বসে থাকা কোহলি এমনভাবে আনুশকার দিকে তাকিয়েছেন, যেন মাথা খারাপ হয়ে গেছে আনুশকার। আর এবার জানা গেল, কেবল চার মারতে বলেই ক্ষান্ত দেননি, কোহলির জন্য বলও তুলে নিয়েছেন আনুশকা।এর আগে ক্রিকেট মাঠে ভরা গ্যালারিতে, শত শত তাক করা ক্যামেরার সামনে সেঞ্চুরির পর ব্যাটে উড়ন্ত চুমু এঁকে তা পাঠিয়েছেন গ্যালারিতে খেলা দেখতে আসা আনুশকার দিকে। কে জানে, বিশ্বসেরা বোলারদের বলে চার–ছক্কা হাঁকানো ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের কেমন লাগে বলিউড তারকার বলে ব্যাটিং করতে!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

কোহলির জন্য বল করছেন আনুশকা

আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২০
বিনোদন ডেস্ক:একটি ভিডিও লকডাউন অমান্য করে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভবন চত্বরে বল করছেন বলিউড তারকা আনুশকা শর্মা। আর ব্যাট হাতে ভারতের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। চার বা ছয় মারার জায়গা নেই। অল্প জায়গাতেই ব্যাটিং অনুশীলন করছেন কোহলি। ফিল্ডার তো কেউ নেই। ব্যাটিং করে নিজেই বল ছুড়ে দিচ্ছেন ৩২ বছর বয়সী ‘বোলার’ আনুশকার কাছে।

পাক্কা বোলারের মতোই ক্যাচ ধরছেন, বল করছেন আনুশকা। ফিল্মফেয়ার ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বিরাটের জীবনসঙ্গী নিশ্চিত করছেন, সে যেন লকডাউনেও ঠিকমতো ব্যাটিং অনুশীলন করে।’ আনুশকার ইনস্টাগ্রামে একবার ঢুঁ দিলেন আপনি বুঝে যাবেন, ভারতের জনপ্রিয় এই তারকা দম্পতি লকডাউনের শতভাগ সুফল নিচ্ছেন। তাঁরা একসঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। কখনো আনুশকা বিরাটের চুল কেটে দিচ্ছেন। কখনোবা বাবা–মাকে সঙ্গে নিয়ে মনোপলি খেলছেন

দুজন একসঙ্গে অনলাইনে একটা একাডেমির পঞ্চাশ হাজার ছাত্রের উদ্দেশে ভাষণও দিয়েছেন। আর কোহলিকে চার মারতে বলছেন আনুশকা, এই ভিডিও তো কেবল আনুশকার ইনস্টাগ্রামেই দেখা হয়েছে ১ কোটি ৬৩ লাখের বেশিবার নিশ্চিতভাবেই লকডাউনে কোয়ারেন্টিনে ঘরে বসে এই ভারতীয় ক্রিকেট অধিনায়কের মন পড়ে আছে ২২ গজের পিচে, মাঠে। তাই ‘কোহলি, এই কোহলি, কোহলি। চার মার না, কী করছিস! এই কোহলি, চার মার’—এভাবেই কোহলিকে ‘খেলার মাঠের আবহে’ চার মারতে বলেছেন আনুশকা।

আর নিজেদের ঘরে পাশে বসে থাকা কোহলি এমনভাবে আনুশকার দিকে তাকিয়েছেন, যেন মাথা খারাপ হয়ে গেছে আনুশকার। আর এবার জানা গেল, কেবল চার মারতে বলেই ক্ষান্ত দেননি, কোহলির জন্য বলও তুলে নিয়েছেন আনুশকা।এর আগে ক্রিকেট মাঠে ভরা গ্যালারিতে, শত শত তাক করা ক্যামেরার সামনে সেঞ্চুরির পর ব্যাটে উড়ন্ত চুমু এঁকে তা পাঠিয়েছেন গ্যালারিতে খেলা দেখতে আসা আনুশকার দিকে। কে জানে, বিশ্বসেরা বোলারদের বলে চার–ছক্কা হাঁকানো ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের কেমন লাগে বলিউড তারকার বলে ব্যাটিং করতে!