শিরোনাম :
Logo সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল

পুলিশের জালে ‘বিগ বস’-এর বন্দেগি! চরম জালিয়াতিতে নাম জড়াল তাঁর !

  • আপডেট সময় : ১০:২৭:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গয়না ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছিল হিনা খানের বিরুদ্ধে। এবার ‘বিগ বস ১১’ খ্যাত বন্দেগী কালরাকে জালিয়াতির অভিযোগে আটক করল বেঙ্গালুরুর মারাথাল্লি পুলিশ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যুবরাজ সিংহ নামে এক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র এই অভিযোগ থানায় জানান। অভিযোগ, বন্দেগি নকল ‘আইফোন এক্স’-এর বিজ্ঞাপন দিয়েছেন।

‘ডিফারেন্ট কালেকশন’ ও ‘নেক্সাফেশন.কম’— দিল্লির এই দুই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বন্দেগি। বন্দেগি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আইফোন এক্স-এর একটি বিজ্ঞাপন করেন। সেই বিজ্ঞাপন দেখেই ফোনটি অর্ডার করেন যুবরাজ। প্রথমে ১৩ হাজার টাকা পেটিএম-এর মাধ্যমে দেন যুবরাজ। পরে মোবাইলটি হাতে পাওয়ার পরে বাকি টাকা দেন। মোট ৬১ হাজার টাকা দিয়ে ফোনটি কেনেন তিনি।

ফোনটি তাঁর হাতে আসার সঙ্গে সঙ্গে বন্দেগি কালরা তাঁর অ্যাকাউন্টটি থেকে বিজ্ঞাপনের পোস্টটি ডিলিট করে দেন। এর পরেই ওই ছাত্র দেখেন তাঁকে একটি নকল ‘আইফোন এক্স’ দেওয়া হয়েছে। তখনই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

যুবরাজ জানিয়েছেন, নকল ফোন হাতে পাওয়ার পরে কোম্পানি এবং বন্দেগি উভয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কারও থেকে কোনও উত্তর আসেনি।

যুবরাজ আরও জানিয়েছেন, ‘‘থানায় অভিযোগের কথা বলতেই আমায় অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করতে থাকেন বন্দেগি। উলটে আমায় হুমকি দেন, অভিযোগ তুলে নেওয়া না হলে আমার বিরুদ্ধে ব্ল্যাকমেলিং-এর মামলা করা হবে। ওই ফোন কেনার জন্য আমি অনেকের থেকে টাকা ধার করেছিলাম।’’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ

পুলিশের জালে ‘বিগ বস’-এর বন্দেগি! চরম জালিয়াতিতে নাম জড়াল তাঁর !

আপডেট সময় : ১০:২৭:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮

নিউজ ডেস্ক:

গয়না ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছিল হিনা খানের বিরুদ্ধে। এবার ‘বিগ বস ১১’ খ্যাত বন্দেগী কালরাকে জালিয়াতির অভিযোগে আটক করল বেঙ্গালুরুর মারাথাল্লি পুলিশ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যুবরাজ সিংহ নামে এক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র এই অভিযোগ থানায় জানান। অভিযোগ, বন্দেগি নকল ‘আইফোন এক্স’-এর বিজ্ঞাপন দিয়েছেন।

‘ডিফারেন্ট কালেকশন’ ও ‘নেক্সাফেশন.কম’— দিল্লির এই দুই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বন্দেগি। বন্দেগি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আইফোন এক্স-এর একটি বিজ্ঞাপন করেন। সেই বিজ্ঞাপন দেখেই ফোনটি অর্ডার করেন যুবরাজ। প্রথমে ১৩ হাজার টাকা পেটিএম-এর মাধ্যমে দেন যুবরাজ। পরে মোবাইলটি হাতে পাওয়ার পরে বাকি টাকা দেন। মোট ৬১ হাজার টাকা দিয়ে ফোনটি কেনেন তিনি।

ফোনটি তাঁর হাতে আসার সঙ্গে সঙ্গে বন্দেগি কালরা তাঁর অ্যাকাউন্টটি থেকে বিজ্ঞাপনের পোস্টটি ডিলিট করে দেন। এর পরেই ওই ছাত্র দেখেন তাঁকে একটি নকল ‘আইফোন এক্স’ দেওয়া হয়েছে। তখনই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

যুবরাজ জানিয়েছেন, নকল ফোন হাতে পাওয়ার পরে কোম্পানি এবং বন্দেগি উভয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কারও থেকে কোনও উত্তর আসেনি।

যুবরাজ আরও জানিয়েছেন, ‘‘থানায় অভিযোগের কথা বলতেই আমায় অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করতে থাকেন বন্দেগি। উলটে আমায় হুমকি দেন, অভিযোগ তুলে নেওয়া না হলে আমার বিরুদ্ধে ব্ল্যাকমেলিং-এর মামলা করা হবে। ওই ফোন কেনার জন্য আমি অনেকের থেকে টাকা ধার করেছিলাম।’’