শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।
আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।
যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।
আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।
যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।