শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

হেনরি আর বালুর বিশ্বজয়, তবে তারা মানুষ নন, সারমেয়!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৪ সালে হেনরি নামের কুকুরটিকে দত্তক নেন ভ্রমণপিপাসু সিনথিয়া বেন্নেট। হেনরি বয়স তখন মাত্র ১৪ দিন।
কিন্তু তাতে কী, মাত্র ১৪ দিন বয়সেই বাড়বাড়ন্ত অন্য বড়সড় কুকুরদেরও হার মানিয়ে দিয়েছিল সে।

সিনথিয়া বেন্নেটের ইচ্ছে ছিল একটি গোল্ডেন রিট্রিভার কেনার। কিন্তু হেনরিকে দেখার সঙ্গেই সিনথিয়ার মনে ধরে যায় সে। হেনরির কাছে যাওয়া মাত্রই সে সিনথিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ে। আর তারপরই হেনরিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিনথিয়া।

সিনথিয়া জানান, “প্রথমবার তিন দিনের জন্য হেনরিকে নিয়ে ঘুরতে যাই। আর সেই ট্রিপে হেনরি বেজায় আনন্দ পেয়েছিল। ”

পোষ্যের প্রশংসায় পঞ্চমুখ সিনথিয়া আরেকটু যোগ করে বলন, “একবার তো ঘুরতে গিয়ে হেনরির নজরে আসে খাড়া একটি শিলা। আর সঙ্গে সঙ্গে ছুটে ও সেই শিলার শেষ প্রান্তে গিয়ে পৌঁছয়।
ওখানকার লোকজন তো ওকে লিটল মাউন্টেন গোট অবধি বলতে শুরু করে দেয়। ”

কয়েক মাস আগে পরিবারে আরেক সদস্যকে নিয়ে আসেন সিনথিয়া ও তার প্রেমিক। পাঁচ মাস ধরে তন্ন তন্ন করে খোঁজার পর এক সিয়ামিজ বিড়াল ছানার খোঁজ পান তারা। সেই বিড়াল ছানার নাম রাখেন বালু।

বালু বাড়িতে আসা মাত্রই হেনরির সঙ্গে তার পরিচয় করিয়ে দেন সিনথিয়া। তার পর থেকে ওরা যেন অভিন্ন আত্মা। একে অপরকে ছাড়া ওদের চলেই না। তা সে খাওয়া-দাওয়া হোক বা গোসল করা হোক বা ঘুরতে যাওয়া, এমনকী দুপুরের ঘুমটা অবধি এক সঙ্গে করে তারা।

তবে কুকুর আর বিড়াল যাদের সম্পর্ক কিছুটা লড়াকু গোছের, তাদের এক সঙ্গে যে কী করে বেড়াতে নিয়ে যাবেন তা নিয়ে যথেষ্ট ধন্দ ছিল সিনথিয়া ও তাঁ র প্রেমিকের। কিন্তু পরে সিনথিয়া দেখলেন তিনি আদতে ভুল ভেবেছেন। বরঞ্চ দুজনে স্বানন্দেই ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, একে অপরের প্রতি যথেষ্ট যত্নশীল ওরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হেনরি আর বালুর বিশ্বজয়, তবে তারা মানুষ নন, সারমেয়!

আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

২০১৪ সালে হেনরি নামের কুকুরটিকে দত্তক নেন ভ্রমণপিপাসু সিনথিয়া বেন্নেট। হেনরি বয়স তখন মাত্র ১৪ দিন।
কিন্তু তাতে কী, মাত্র ১৪ দিন বয়সেই বাড়বাড়ন্ত অন্য বড়সড় কুকুরদেরও হার মানিয়ে দিয়েছিল সে।

সিনথিয়া বেন্নেটের ইচ্ছে ছিল একটি গোল্ডেন রিট্রিভার কেনার। কিন্তু হেনরিকে দেখার সঙ্গেই সিনথিয়ার মনে ধরে যায় সে। হেনরির কাছে যাওয়া মাত্রই সে সিনথিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ে। আর তারপরই হেনরিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিনথিয়া।

সিনথিয়া জানান, “প্রথমবার তিন দিনের জন্য হেনরিকে নিয়ে ঘুরতে যাই। আর সেই ট্রিপে হেনরি বেজায় আনন্দ পেয়েছিল। ”

পোষ্যের প্রশংসায় পঞ্চমুখ সিনথিয়া আরেকটু যোগ করে বলন, “একবার তো ঘুরতে গিয়ে হেনরির নজরে আসে খাড়া একটি শিলা। আর সঙ্গে সঙ্গে ছুটে ও সেই শিলার শেষ প্রান্তে গিয়ে পৌঁছয়।
ওখানকার লোকজন তো ওকে লিটল মাউন্টেন গোট অবধি বলতে শুরু করে দেয়। ”

কয়েক মাস আগে পরিবারে আরেক সদস্যকে নিয়ে আসেন সিনথিয়া ও তার প্রেমিক। পাঁচ মাস ধরে তন্ন তন্ন করে খোঁজার পর এক সিয়ামিজ বিড়াল ছানার খোঁজ পান তারা। সেই বিড়াল ছানার নাম রাখেন বালু।

বালু বাড়িতে আসা মাত্রই হেনরির সঙ্গে তার পরিচয় করিয়ে দেন সিনথিয়া। তার পর থেকে ওরা যেন অভিন্ন আত্মা। একে অপরকে ছাড়া ওদের চলেই না। তা সে খাওয়া-দাওয়া হোক বা গোসল করা হোক বা ঘুরতে যাওয়া, এমনকী দুপুরের ঘুমটা অবধি এক সঙ্গে করে তারা।

তবে কুকুর আর বিড়াল যাদের সম্পর্ক কিছুটা লড়াকু গোছের, তাদের এক সঙ্গে যে কী করে বেড়াতে নিয়ে যাবেন তা নিয়ে যথেষ্ট ধন্দ ছিল সিনথিয়া ও তাঁ র প্রেমিকের। কিন্তু পরে সিনথিয়া দেখলেন তিনি আদতে ভুল ভেবেছেন। বরঞ্চ দুজনে স্বানন্দেই ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, একে অপরের প্রতি যথেষ্ট যত্নশীল ওরা।