নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। তার সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার।
যার আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে সেঞ্চুরির সেঞ্চুরি। বিরাট শচীনকে টপকে যেতে পারবেন বলে বাজি ধরছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আকতার।
তার মতে, ৪৪ বছর পর্যন্ত খেলে যেতে পারবেন বিরাট। ভেঙে দেবেন শচীনের রেকর্ডও। শোয়েব অতীতে একাধিকবার বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু এবার শোয়েব বলে দিয়েছেন, ‘আধুনিক ক্রিকেটে বিরাটই সেরা। রান তাড়া করায় বিরাটের জুড়ি মেলা ভার। এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টি সেঞ্চুরি করে ফেলেছে। শচীনের রেকর্ড ভাঙার ক্ষমতা শুধুমাত্র বিরাটেরই আছে।
ওকে শুধু চাপমুক্ত মনে ব্যাট করতে হবে। ’
এরপরই শোয়েব জুড়েছেন, ‘মিসবা উল হক যদি ৪৩ বছর পর্যন্ত খেলতে পারে, তাহলে বিরাটও ৪৪ বছর পর্যন্ত খেলে দিতে পারে। ততদিন পর্যন্ত যদি এভাবেই খেলে তাহলে ১০০ কেন, ১২০টি শতরানও করে দিতে পারে বিরাট। তবে শচীনের সঙ্গে বিরাটের তুলনা টানা ঠিক হবে না। শচীন সর্বকালের সেরা। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটসম্যান বিরাট। ’
ভারত অধিনায়কের বিরুদ্ধে বল করার সুযোগ পাননি শোয়েব। শ্রীলঙ্কায় মাত্র একটি বল করেছিলেন বিরাটকে। স্মৃতি রোমন্থন করতে গিয়ে শোয়েব বললেন, ‘বিরাটের বিরুদ্ধে আরও খেলতে পারলে ভাল লাগত। কিন্তু ও যখন খেলা শুরু করল, আমি ক্যারিয়ারের শেষ পর্যায়ে। শ্রীলঙ্কায় সেবার হাঁটুর চোটে কাবু ছিলাম। ছোট্ট বিরাটকে দেখেছিলাম ব্যাট হাতে বাইশ গজে আসতে। ছটফটে ছিল তখন থেকেই। সারা শরীরে ছিল ট্যাটু। ড্রেসিংরুমে ওকে নিয়ে আলোচনাও করেছিলাম আমরা। ’