শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড Logo হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ Logo ইবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, মানহানির পাল্টা অভিযোগ দায়ের সহ-সমন্বয়কের Logo কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত Logo চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায় Logo জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত Logo মন্দিরে পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয় জন পুণ্যার্থী নিহত Logo বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর Logo পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল Logo আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস

তাসকিন ও মুস্তাফিজের সমস্যা হচ্ছে: বিসিবি সভাপতি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২০:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেরও হেরেছে সফরকারী বাংলাদেশ। এরপর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সফলতার দেখা পায়নি টাইগাররা। ২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো এখন টিম বাংলাদেশ।

তবে এরই মাঝে পুরো দক্ষিণ আফ্রিকা সফরে চোখে পড়েছে টাইগার পেসারদের ভূমিকা। ঐ উইকেটকে যেখানে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য, সেখানে পেসারদের বল নির্বিষ রূপে ধরা দিয়েছে। অন্যদিকে, প্রথম টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ৪ উইকেটর মধ্যে ৩টি তুলে নিয়েছেন স্পিনাররা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, তিনি দু’জন পেসারের বোলিংয়ে সমস্যা খুঁজে পেয়েছেন। সেই দুই বোলার হলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। শুক্রবার তিনি সাংবাদিকদের বললেন, রুবেল আগের মতোই বোলিং করছে। মাশরাফিও আগের মতোই আছে।
সমস্যা হচ্ছে মুস্তাফিজ ও তাসকিন এই দুই বোলারকে নিয়ে। গত ৪ বছরে এই দুই বোলারই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছে।

পাপন বললেন, শুরু থেকে দেখেছি, তাসকিন জোরে বোলিং করে। হঠাৎ করে তার লাইন-লেংথ একদমই খারাপ হয়ে গেছে। শুধু এই সিরিজে নয়, আগে থেকেই এটা হচ্ছে। গতিটাও আগের চেয়ে কমে গেছে! ওর একটা সমস্যা হয়েছে। কী সমস্যা, সেটা দেশে ফেরার পর দেখা হবে।

এসময় মুস্তাফিজের ব্যাপারেও কথা বলেন পাপন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, সে আমাদের সেরা পেসার। ওর বোলিং কিন্তু খারাপ হচ্ছে না। তবে কাটার আর আগের মতো হচ্ছে না। লাইন-লেংথ-গতি ঠিক আছে। আমাদের বলা হয়েছিল অস্ত্রোপচারের পর আগের অবস্থায় আসতে ওর ১ বছর লাগবে। মুস্তাফিজকে নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি, শিগগির সে ফিরে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

তাসকিন ও মুস্তাফিজের সমস্যা হচ্ছে: বিসিবি সভাপতি !

আপডেট সময় : ০৬:২০:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেরও হেরেছে সফরকারী বাংলাদেশ। এরপর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সফলতার দেখা পায়নি টাইগাররা। ২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো এখন টিম বাংলাদেশ।

তবে এরই মাঝে পুরো দক্ষিণ আফ্রিকা সফরে চোখে পড়েছে টাইগার পেসারদের ভূমিকা। ঐ উইকেটকে যেখানে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য, সেখানে পেসারদের বল নির্বিষ রূপে ধরা দিয়েছে। অন্যদিকে, প্রথম টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ৪ উইকেটর মধ্যে ৩টি তুলে নিয়েছেন স্পিনাররা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, তিনি দু’জন পেসারের বোলিংয়ে সমস্যা খুঁজে পেয়েছেন। সেই দুই বোলার হলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। শুক্রবার তিনি সাংবাদিকদের বললেন, রুবেল আগের মতোই বোলিং করছে। মাশরাফিও আগের মতোই আছে।
সমস্যা হচ্ছে মুস্তাফিজ ও তাসকিন এই দুই বোলারকে নিয়ে। গত ৪ বছরে এই দুই বোলারই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছে।

পাপন বললেন, শুরু থেকে দেখেছি, তাসকিন জোরে বোলিং করে। হঠাৎ করে তার লাইন-লেংথ একদমই খারাপ হয়ে গেছে। শুধু এই সিরিজে নয়, আগে থেকেই এটা হচ্ছে। গতিটাও আগের চেয়ে কমে গেছে! ওর একটা সমস্যা হয়েছে। কী সমস্যা, সেটা দেশে ফেরার পর দেখা হবে।

এসময় মুস্তাফিজের ব্যাপারেও কথা বলেন পাপন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, সে আমাদের সেরা পেসার। ওর বোলিং কিন্তু খারাপ হচ্ছে না। তবে কাটার আর আগের মতো হচ্ছে না। লাইন-লেংথ-গতি ঠিক আছে। আমাদের বলা হয়েছিল অস্ত্রোপচারের পর আগের অবস্থায় আসতে ওর ১ বছর লাগবে। মুস্তাফিজকে নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি, শিগগির সে ফিরে আসবে।