সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা ক্রীড়া সংস্থা ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও পিকেএসএফ এর যৌথ সহযোগিতায় বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক ও প্রি স্টাইল তিনটি গ্রুপে সাঁতার প্রতিযোগিতা হয়। এসময় পুকুরের চারপাশে বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার দর্শক সাঁতার প্রতিযোগিতা দেখতে আসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ক্রীড়া সংস্থার সম্পাদক আনোয়ার হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোস্তফা সাদেক, সহকারি পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে সাঁতার প্রতিযোগিতায় তিন গ্রুপের প্রতি গ্রুপের তিন জন করে নয় জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










































