নিউজ ডেস্ক:
ম্যাচ বাঁচানোটা বড় চ্যালেঞ্জ নিয়ে দিনের খেলা শুরু করে টাইগাররা। কিন্তু পঞ্চম দিনে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
কে জানত দিনের শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হবে টাইগররা।
নিজের উইকেট দিয়ে দিনের শুরুতেই পরাজয়ের ভিত গড়েন মুশফিকুর রহিম। রাবাদার বলে হাশিম আলমার কাছে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফিরেন অধিনায়ক। এরপর দায়সারাভাবে একে একে মাহমুদউল্লাহ ও লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন, শফিউল ও মোস্তাফিজ সাঝঘরে ফিরেন। অবশেষে ৩৩৩ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
মরকেল না থাকলে কি হবে পচেফস্ট্রুমে শেষ দিনের দায়িত্ব ঠিকই পালন করেছেন সতীর্থ কাগিসো রাবাদা। ৫৫ রানে ৪র্থ ও ৬২ রানে ৫ম উইকেট পড়লো বাংলাদেশের। ৬৭ রানে পড়লো ষষ্ঠ উইকেট। কেশব মহারাজের বলে সাব্বির ফিরে যাওয়ায় পড়লো সপ্তম উইকেট। ৬৭ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ। এরপর সাঝঘরে ফিরেন তাসকিন ও মোস্তাফিজ।
এর আগে গতকাল দক্ষিণ আফ্রিকা ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও মুমিনুল হক।
তবে তামিম ও মুমিনুলকে আউট করা প্রোটিয়া পেসার মরনে মরকেল ইনজুরিতে পড়েছেন। তিনি আর এই টেস্টে বল করতে পারবেন না। শেষ সেশনের বৃষ্টি যেন কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশকে।
এর আগে টস হেরে ব্যাট করে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।
























































