নিউজ ডেস্ক:
সেপ্টেম্বর মাসটা একটু বেশিই স্পেশ্যাল অক্ষয় কুমারের কাছে। কারণ এই মাসেই তিনি ও তার স্ত্রী টুইঙ্কল পেয়েছেন তাদের দুই অমূল্য রতন, তাদের ছেলে আরভ ও মেয়ে নিতারাকে।
কিছুদিন আগেই ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন অক্ষয়। এবার মেয়ের জন্মদিনেও একটি ছোট্ট ভিডিও টুইটারে শেয়ার করেন অক্ষয়।
পাঁচ বছর পূর্ণ করল তাদের মেয়ে নিতারা। আর নিতারার পাঁচ বছরের জন্মদিন একটু বেশিই স্পেশ্যাল অক্ষয়ের গোটা পরিবারের কাছে। তাই জন্মদিনে সকালেই মেয়ের সঙ্গে একটা মিষ্টি ভিডিও টুইটারে আপলোড করেন অক্কি। যেখানে নিতারা যত্নসহকারে তার বাবার গালে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। এবং এটা শুধু একদিন নয়, প্রতিদিনই নিতারা এরকম করে থাকে তার বাবার সঙ্গে। এটাই অক্ষয়ের কাছে দিনের সেরা সময়। কারণ এই একটা মুহূর্ত তার কাছে সবচেয়ে মূল্যবান। সারাজীবন এই মুহূর্তটা ধরে রাখতে চান অক্কি। তার একটাই আবদার, তার ছোট্ট রাজকুমারী কখনও যেন বড় না হয়, সারাজীবন যেন এরকমই থাকে।
অক্ষয়ের সেই ভিডিও শেয়ার করেন টুইঙ্কেলও। তিনিই জানান- ‘পাঁচ বছর পূর্ণ করল নিতারা’।
১৫ সেপ্টেম্বর তাদের ছেলে ১৬-য় পা দিল আর তার দশদিন পরেই পাঁচ পূর্ণ করল মেয়ে। প্রায়ই ছেলে-মেয়েকে নিয়ে সময় কাটানোর ছবি আপলোড করে থাকেন অক্ষয়। সেখানে মেয়ের জন্মদিনে যে বিশেষ কিছু শেয়ার করবেন তিনি সেটাই প্রত্যাশিত।





































