মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জাবিতে ছাত্রশক্তির ক্যাম্পেইন শুরু Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খালাসের সময় ১৪ কোটি টাকার রাষ্ট্রীয় তেল ঘাটতির অভিযোগে দুদকের অভিযান Logo হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের লক্ষ্য হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো-জেলা প্রশাসক, চাঁদপুর Logo সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।