শিরোনাম :
Logo আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য Logo বিশ্বের বড় কমেডি উৎসব সৌদি আরবে Logo রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে ১ শিক্ষার্থী আটক Logo মতলবে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে লিফলেট বিতরণ Logo ব্যান্ডশিল্পী রাতুল মারা গেছেন Logo গাজায় বোমা হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা !

আপডেট সময় : ১১:৫১:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। এবারের অ্যামিতেও বিশ্ব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট এবারের উৎসবটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানটি ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয়।

‘দ্য হ্যান্ডমেইডস টেল’ অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় ‘দ্য নাইট অব’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।
দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস। এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।