শিরোনাম :
Logo কচুয়ায় বুধুন্ডা জামালিয়া একাডেমীতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ Logo দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত Logo আওয়ামী শিক্ষক ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ৭ দিনের আলটিমেটাম রাবি শিক্ষার্থীদের Logo বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার! Logo তেঁতুলিয়া এলজিইডি অফিসে দুদকের অভিযান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত Logo নাবা জিরো ৫৫ বীজে ভুট্টার ফলন হয়নি, চুয়াডাঙ্গায় শতাধিক কৃষকের কোটি টাকার ক্ষতি Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা

ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলিই এগিয়ে আর টেস্টে স্মিথ: ক্লার্ক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কে সেরা, স্টিভেন স্মিথ নাকি বিরাট কোহলি? এমন প্রশ্নের দেওয়া সত্যিই খুব কঠিন। কারণ, বর্তমান সময়ে ব্যাট হাতে দু’জনই সেরা।
ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দলের অধিনায়কও তারা। আর এ কঠিন প্রশ্নের মাঝেই চলে এসেছে আরেকটি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পুরোটা সময় জুড়ে যে স্মিথ-কোহলি আলোচনায় থাকবে সেকথা বলাই বাহুল্য।

তবে সেই বিতর্কে কিংবা যুক্তিতর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলিই এগিয়ে। সার্বিকভাবে ক্লার্কের চোখে ওয়ানডেতে এগিয়ে কোহলি আর টেস্টে স্মিথ, ‘সীমিত ওভারের কথা বললে আমি মনে করি বিরাট এগিয়ে স্টিভের চেয়ে। তবে এটি শুধু ওয়ানডে ম্যাচেই। আমি মনে করি স্মিথ টেস্টে এগিয়ে।

স্মিথ-কোহলি বিতর্ক নয়, বরং ম্যাচের জয়-পরাজয়টাই মুখ্য বিষয় উল্লেখ করে ক্লার্ক আরও বলেন ‘আমার মনে হয় আর ক’টা দিন পরেই সবাই স্টিভ স্মিথ এবং বিরাট কোহলিকে নিয়ে কথা বলা শুরু করবে। কিন্তু দিনশেষে একটি জিনিসই মুখ্য- কোন দলটি জিতেছে। কোহলি না স্মিথ কে রান করলো এটি কোনো ব্যাপার বলে মনে হয় না। দিনশেষে অধিনায়ক হিসেবে তোমার কাজ ম্যাচ জয়। ব্যাটিং ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাদের নেতা হিসেবে মূল্যায়ন। দুজনেই যুবা অধিনায়ক, দুজনে খুব ভালো খেলোয়াড় এবং দুজনেই উন্নতি করছে। আমার কাছে মনে হয় জরুরি হচ্ছে তোমার দল জয়ী হলো কিনা সেটা। অস্ট্রেলিয়ার জন্য ভারত সিরিজটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্মিথ। অন্যদিকে, ছেড়ে কথা বলতে নারাজ কোহলি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বুধুন্ডা জামালিয়া একাডেমীতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলিই এগিয়ে আর টেস্টে স্মিথ: ক্লার্ক !

আপডেট সময় : ১২:০৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

কে সেরা, স্টিভেন স্মিথ নাকি বিরাট কোহলি? এমন প্রশ্নের দেওয়া সত্যিই খুব কঠিন। কারণ, বর্তমান সময়ে ব্যাট হাতে দু’জনই সেরা।
ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দলের অধিনায়কও তারা। আর এ কঠিন প্রশ্নের মাঝেই চলে এসেছে আরেকটি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পুরোটা সময় জুড়ে যে স্মিথ-কোহলি আলোচনায় থাকবে সেকথা বলাই বাহুল্য।

তবে সেই বিতর্কে কিংবা যুক্তিতর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলিই এগিয়ে। সার্বিকভাবে ক্লার্কের চোখে ওয়ানডেতে এগিয়ে কোহলি আর টেস্টে স্মিথ, ‘সীমিত ওভারের কথা বললে আমি মনে করি বিরাট এগিয়ে স্টিভের চেয়ে। তবে এটি শুধু ওয়ানডে ম্যাচেই। আমি মনে করি স্মিথ টেস্টে এগিয়ে।

স্মিথ-কোহলি বিতর্ক নয়, বরং ম্যাচের জয়-পরাজয়টাই মুখ্য বিষয় উল্লেখ করে ক্লার্ক আরও বলেন ‘আমার মনে হয় আর ক’টা দিন পরেই সবাই স্টিভ স্মিথ এবং বিরাট কোহলিকে নিয়ে কথা বলা শুরু করবে। কিন্তু দিনশেষে একটি জিনিসই মুখ্য- কোন দলটি জিতেছে। কোহলি না স্মিথ কে রান করলো এটি কোনো ব্যাপার বলে মনে হয় না। দিনশেষে অধিনায়ক হিসেবে তোমার কাজ ম্যাচ জয়। ব্যাটিং ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাদের নেতা হিসেবে মূল্যায়ন। দুজনেই যুবা অধিনায়ক, দুজনে খুব ভালো খেলোয়াড় এবং দুজনেই উন্নতি করছে। আমার কাছে মনে হয় জরুরি হচ্ছে তোমার দল জয়ী হলো কিনা সেটা। অস্ট্রেলিয়ার জন্য ভারত সিরিজটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্মিথ। অন্যদিকে, ছেড়ে কথা বলতে নারাজ কোহলি।