শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

‘রাশিয়া বিরোধীরা নির্বোধ ও বোকা’

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নিয়ে যারা বিরোধিতা করে তাদেরকে ‘নির্বোধ’ ও ‘বোকা’ বলে সম্বোধন করেছেন। শনিবার তিনি টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। খবর বিবিসি এর।

ট্রাম্প শনিবার তার একাধিক টুইটে জানান, “রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখাটা খারাপ কিছু নয়। শুধুমাত্র নির্বোধ আর বোকা মানুষরাই এমনটা ভাবতে পারেন। ” সেই সঙ্গে তিনি আরও বলেন, “বারাক ওবামা প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসনের সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে অধিক সম্মান করবে। ”

সম্প্রতি মার্কিন ইন্টিলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে রাশিয়া সহায়তা করেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে প্রকাশের পরপরই ট্রাম্প বলেন, “বিশ্বজুড়ে বিরাজমান সমস্যাগুলো সমাধানের লক্ষে রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আর ডেমোক্রেটদের অবহেলার কারণেই তাদের সার্ভার হ্যাক করা সম্ভব হয়েছে। ”

উল্লেখ্য গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণাকালে ডেমোক্রেট ন্যাশনাল কমিটির ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। পরে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তোলে ডেমোক্রেট শিবির। সেই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনধিকারচর্চার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করে।

যদিও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন, নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলে বিদেশি শক্তির হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “রাশিয়া, চীনসহ অপর দেশ এবং বাইরের বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি ধারাবাহিকভাবে আমাদের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থায় সাইবার হামলা চালাতে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটিও রয়েছে। তবে নির্বাচনের ফলে এ হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

‘রাশিয়া বিরোধীরা নির্বোধ ও বোকা’

আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নিয়ে যারা বিরোধিতা করে তাদেরকে ‘নির্বোধ’ ও ‘বোকা’ বলে সম্বোধন করেছেন। শনিবার তিনি টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। খবর বিবিসি এর।

ট্রাম্প শনিবার তার একাধিক টুইটে জানান, “রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখাটা খারাপ কিছু নয়। শুধুমাত্র নির্বোধ আর বোকা মানুষরাই এমনটা ভাবতে পারেন। ” সেই সঙ্গে তিনি আরও বলেন, “বারাক ওবামা প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসনের সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে অধিক সম্মান করবে। ”

সম্প্রতি মার্কিন ইন্টিলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে রাশিয়া সহায়তা করেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে প্রকাশের পরপরই ট্রাম্প বলেন, “বিশ্বজুড়ে বিরাজমান সমস্যাগুলো সমাধানের লক্ষে রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আর ডেমোক্রেটদের অবহেলার কারণেই তাদের সার্ভার হ্যাক করা সম্ভব হয়েছে। ”

উল্লেখ্য গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণাকালে ডেমোক্রেট ন্যাশনাল কমিটির ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। পরে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তোলে ডেমোক্রেট শিবির। সেই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনধিকারচর্চার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করে।

যদিও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন, নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলে বিদেশি শক্তির হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “রাশিয়া, চীনসহ অপর দেশ এবং বাইরের বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি ধারাবাহিকভাবে আমাদের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থায় সাইবার হামলা চালাতে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটিও রয়েছে। তবে নির্বাচনের ফলে এ হ্যাকিংয়ের কোনও প্রভাব ছিল না।