মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে। গত সোমবার রাতে উপজেলার কোমররপুর রেড ইটভাটার ভেতর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার একদল কোমরপুর গ্রামের রেড ইটভাটায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল পড়ে থাকতে দেখে।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।














































