মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জাবিতে ছাত্রশক্তির ক্যাম্পেইন শুরু Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খালাসের সময় ১৪ কোটি টাকার রাষ্ট্রীয় তেল ঘাটতির অভিযোগে দুদকের অভিযান Logo হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের লক্ষ্য হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো-জেলা প্রশাসক, চাঁদপুর Logo সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

অবনীকে খুঁজছেন ‘স্বার্থপর’ তরুণ! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি/হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি। বাংলা গানের তেমন কোনো খারাপ শ্রোতা খুঁজে পাওয়া যাবে না- যে কি না ‘স্বার্থপর’ শিরোনামের কালজয়ী এই গানটি শোনেননি।

কিংবা গানটির প্রেমে পড়েননি।

তরুণের কথা-সুর-কণ্ঠের এমন অনবদ্য গান বহুদিন শোনা হয় না শ্রোতাদের। কারণ তিনি মনে করেন, সময়টা বড্ড অস্থির যাচ্ছে, তাই আজকাল খুব বেছে কাজ করছেন। সেই কথা রাখতে গিয়ে লম্বা বিরতীর পর ফের তুরুণ হাজির হয়েছেন তার কথা-সুর-কণ্ঠের নতুন বার্তা নিয়ে। সঙ্গে চমক হিসেবে রেখেছেন ‘অবনী’ চরিত্র নিয়ে নান্দনিক এক ভিডিও এবং গানের কথায় ছায়া হিসেবে রেখেছেন শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়কে। গানটির শিরোনাম ‘অবনী বাড়ি আছো?’।

১১ আগস্ট সন্ধ্যায় বিশেষ এই গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। তরুণ জানান, গানটির সঙ্গীতায়োজন করেছে তারই দল ‘তরুণ ব্যান্ড’। আর ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত চট্টোপাধ্যায়। এতে তরুণ ও তার ব্যান্ডের সদস্যরা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ঈশান, সুমেধা, মাস্টার অংকুর এবং সুপ্রতীপ রায়।

তরুণ আরও বলেন, ‘গানটি মূলত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘অবনী বাড়ি আছো’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে করা। ভীষণ ভালো লাগা থেকেই কবিতাটির প্রথম অংশটুকু আমি সংযোজন করেছি এবং বাকিটা বরাবরের মতো সাহস করে নিজেই লিখেছি। জানি না কতটা পেরেছি, তবুও গানটি শ্রদ্ধেয় শক্তি চট্টোপাধ্যায়কে উৎসর্গ করলাম। ‘

শুধু গানের কথা-সুর-কণ্ঠই নয়, এর ভিডিওটাও গল্পের ছাঁচে গড়া। তরুণ বলেন, ভিডিওজুড়ে একজন অবনীকে খুঁজেছি আমরা। যে অবনী নিজের জীবন থেকে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। যে অবনী বেঁচে আছে প্রতিটি মানুষের মাঝে।

‘দ্য ট্র্যাপ’ ব্যান্ড গড়ে মূলত তরুণের পরিচিতি। তবে নিজের কথা-সুরের ছাপ রেখেছেন বহু তারকার কণ্ঠে সফল গানের মাধ্যমে। তার করা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে জেমসের পদ্মপাতার জল, খোদা ভগবান ঈশ্বর, খালিদের সরলতার প্রতিমা, মাকসুদের সন্ধি, আসিফের লোকে বলে আমি নাকি নষ্ট। ‘দ্য ট্র্যাপ’ ছেড়ে সম্প্রতি তরুণ গড়ে তুলেছেন ‘তরুন ব্যান্ড’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অবনীকে খুঁজছেন ‘স্বার্থপর’ তরুণ! (ভিডিও)

আপডেট সময় : ১১:৫৪:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি/হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি। বাংলা গানের তেমন কোনো খারাপ শ্রোতা খুঁজে পাওয়া যাবে না- যে কি না ‘স্বার্থপর’ শিরোনামের কালজয়ী এই গানটি শোনেননি।

কিংবা গানটির প্রেমে পড়েননি।

তরুণের কথা-সুর-কণ্ঠের এমন অনবদ্য গান বহুদিন শোনা হয় না শ্রোতাদের। কারণ তিনি মনে করেন, সময়টা বড্ড অস্থির যাচ্ছে, তাই আজকাল খুব বেছে কাজ করছেন। সেই কথা রাখতে গিয়ে লম্বা বিরতীর পর ফের তুরুণ হাজির হয়েছেন তার কথা-সুর-কণ্ঠের নতুন বার্তা নিয়ে। সঙ্গে চমক হিসেবে রেখেছেন ‘অবনী’ চরিত্র নিয়ে নান্দনিক এক ভিডিও এবং গানের কথায় ছায়া হিসেবে রেখেছেন শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়কে। গানটির শিরোনাম ‘অবনী বাড়ি আছো?’।

১১ আগস্ট সন্ধ্যায় বিশেষ এই গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। তরুণ জানান, গানটির সঙ্গীতায়োজন করেছে তারই দল ‘তরুণ ব্যান্ড’। আর ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত চট্টোপাধ্যায়। এতে তরুণ ও তার ব্যান্ডের সদস্যরা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ঈশান, সুমেধা, মাস্টার অংকুর এবং সুপ্রতীপ রায়।

তরুণ আরও বলেন, ‘গানটি মূলত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘অবনী বাড়ি আছো’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে করা। ভীষণ ভালো লাগা থেকেই কবিতাটির প্রথম অংশটুকু আমি সংযোজন করেছি এবং বাকিটা বরাবরের মতো সাহস করে নিজেই লিখেছি। জানি না কতটা পেরেছি, তবুও গানটি শ্রদ্ধেয় শক্তি চট্টোপাধ্যায়কে উৎসর্গ করলাম। ‘

শুধু গানের কথা-সুর-কণ্ঠই নয়, এর ভিডিওটাও গল্পের ছাঁচে গড়া। তরুণ বলেন, ভিডিওজুড়ে একজন অবনীকে খুঁজেছি আমরা। যে অবনী নিজের জীবন থেকে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। যে অবনী বেঁচে আছে প্রতিটি মানুষের মাঝে।

‘দ্য ট্র্যাপ’ ব্যান্ড গড়ে মূলত তরুণের পরিচিতি। তবে নিজের কথা-সুরের ছাপ রেখেছেন বহু তারকার কণ্ঠে সফল গানের মাধ্যমে। তার করা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে জেমসের পদ্মপাতার জল, খোদা ভগবান ঈশ্বর, খালিদের সরলতার প্রতিমা, মাকসুদের সন্ধি, আসিফের লোকে বলে আমি নাকি নষ্ট। ‘দ্য ট্র্যাপ’ ছেড়ে সম্প্রতি তরুণ গড়ে তুলেছেন ‘তরুন ব্যান্ড’।