শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

ভর্তি পরীক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়: ইউজিসি চেয়ারম্যান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা থেকে যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান।

তিনি আসন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিডিউলে যাতে কোনো গরমিল না হয় সে লক্ষ্যে উপাচার্যদের পরীক্ষার সময়সূচি সমন্বয় করার আহ্বান জানান।

গত বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা কামনা করেন। উপাচার্যগণ ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার উৎকর্ষ সাধিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। দেশ ও জাতির কল্যাণে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো বেশি গবেষণায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও ইউজিসির বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্যও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ভর্তি পরীক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়: ইউজিসি চেয়ারম্যান !

আপডেট সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা থেকে যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান।

তিনি আসন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিডিউলে যাতে কোনো গরমিল না হয় সে লক্ষ্যে উপাচার্যদের পরীক্ষার সময়সূচি সমন্বয় করার আহ্বান জানান।

গত বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা কামনা করেন। উপাচার্যগণ ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার উৎকর্ষ সাধিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। দেশ ও জাতির কল্যাণে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো বেশি গবেষণায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও ইউজিসির বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্যও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।