লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোঃ আবু ইউসুফ বৃহস্পতিবার বিকেলে ইভটিজিং এর দায়ে ফজলে রাব্বী নামের যুবককে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ড প্রাপ্ত ফজলে রাব্বী পৌর কলচমা গ্রামেরকামার বাড়ির মনির হোসেনের ছেলে।
সুত্রে জানায়,উপজেলার পুর্ব বিঘা গ্রামের আক্তার হোসেনের মেয়ে রামগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সিফাত সুলতানাকে দীর্ঘ কয়েক মাস থেকে ফজলে রাব্বী প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রাব্বী ক্ষীপ্ত হয়ে বুধবার বিকেলে (৯আগস্ট) কলেজ প্রাঙ্গনে একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানী করে। সৃষ্ট ঘটনা ছাত্রী সিফাত সুলতানা বাদি হয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ আবু ইউসুফ স্বাক্ষ্য প্রমান ও ইভটিজারের স্বীকারোক্তিতে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু ইউসুফ বলেন,ফজলে রাব্বী নিজেই অপরাধ স্বীকার করায় দন্ড কমানো হয়েছে। নতুবা ছাত্রীকে ইভটিজিং এবং শ্লীলতাহানীর ঘটনা লঘুদন্ড দেওয়া হতো।















































