শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

উচ্চশিক্ষায় ৭০ লাখ ডলার সহায়তা দেবে জাপান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে জাপান।
এ লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ সরকার এবং জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) মধ্যে মঙ্গলবার ঢাকায় উচ্চশিক্ষা  সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির অধীন মোট ৩০ জন সরকারি কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। সরকারি কর্মকর্তারা এই মঞ্জুরি সহায়তার অধীনে জনপ্রশাসন, অর্থনীতি বিষয়ক, আইন ব্যবস্থা, নগর পরিকল্পনা, সরকারি অর্থ এবং বিনিয়োগ নীতিসহ বিভিন্ন বিষয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। জাপান এই চুক্তির অধীনে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে। যার পরিমাণ ৭০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাতোশি নিশিকাত জেএমডি প্রকল্প হিসেবে পরিচিত মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ প্রকল্পের জন্যও একটি মঞ্জুরি সহায়তা চুক্তিতে সই করেন। এই প্রকল্পের অধীন ২০০২ সালের পর থেকে ২৯৮ জন বাংলাদেশি কর্মকর্তা জাপানে লেখাপড়া করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপান সরকার প্রকল্প মেয়াদ বৃদ্ধি করেছে। জাপান সরকার গত কয়েক বছরে বাংলাদেশি উচ্চ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করেছে।

গত মঙ্গলবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ জন এই সুযোগ পেয়েছে। তবে গত বছরে এর সংখ্যা বৃদ্ধি করে ৩০ জন করা হয়েছে। জেডিএস সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।

অনুষ্ঠানে জানানো হয়, জাপান সরকার চলতি অর্থবছর থেকে পিএইচডি প্রার্থীদের জন্য জেডিএম প্রকল্প চালু করারও সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

উচ্চশিক্ষায় ৭০ লাখ ডলার সহায়তা দেবে জাপান !

আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে জাপান।
এ লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ সরকার এবং জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) মধ্যে মঙ্গলবার ঢাকায় উচ্চশিক্ষা  সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির অধীন মোট ৩০ জন সরকারি কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। সরকারি কর্মকর্তারা এই মঞ্জুরি সহায়তার অধীনে জনপ্রশাসন, অর্থনীতি বিষয়ক, আইন ব্যবস্থা, নগর পরিকল্পনা, সরকারি অর্থ এবং বিনিয়োগ নীতিসহ বিভিন্ন বিষয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। জাপান এই চুক্তির অধীনে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে। যার পরিমাণ ৭০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাতোশি নিশিকাত জেএমডি প্রকল্প হিসেবে পরিচিত মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ প্রকল্পের জন্যও একটি মঞ্জুরি সহায়তা চুক্তিতে সই করেন। এই প্রকল্পের অধীন ২০০২ সালের পর থেকে ২৯৮ জন বাংলাদেশি কর্মকর্তা জাপানে লেখাপড়া করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপান সরকার প্রকল্প মেয়াদ বৃদ্ধি করেছে। জাপান সরকার গত কয়েক বছরে বাংলাদেশি উচ্চ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করেছে।

গত মঙ্গলবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ জন এই সুযোগ পেয়েছে। তবে গত বছরে এর সংখ্যা বৃদ্ধি করে ৩০ জন করা হয়েছে। জেডিএস সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।

অনুষ্ঠানে জানানো হয়, জাপান সরকার চলতি অর্থবছর থেকে পিএইচডি প্রার্থীদের জন্য জেডিএম প্রকল্প চালু করারও সিদ্ধান্ত নিয়েছে।