শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

উচ্চশিক্ষায় ৭০ লাখ ডলার সহায়তা দেবে জাপান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে জাপান।
এ লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ সরকার এবং জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) মধ্যে মঙ্গলবার ঢাকায় উচ্চশিক্ষা  সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির অধীন মোট ৩০ জন সরকারি কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। সরকারি কর্মকর্তারা এই মঞ্জুরি সহায়তার অধীনে জনপ্রশাসন, অর্থনীতি বিষয়ক, আইন ব্যবস্থা, নগর পরিকল্পনা, সরকারি অর্থ এবং বিনিয়োগ নীতিসহ বিভিন্ন বিষয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। জাপান এই চুক্তির অধীনে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে। যার পরিমাণ ৭০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাতোশি নিশিকাত জেএমডি প্রকল্প হিসেবে পরিচিত মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ প্রকল্পের জন্যও একটি মঞ্জুরি সহায়তা চুক্তিতে সই করেন। এই প্রকল্পের অধীন ২০০২ সালের পর থেকে ২৯৮ জন বাংলাদেশি কর্মকর্তা জাপানে লেখাপড়া করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপান সরকার প্রকল্প মেয়াদ বৃদ্ধি করেছে। জাপান সরকার গত কয়েক বছরে বাংলাদেশি উচ্চ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করেছে।

গত মঙ্গলবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ জন এই সুযোগ পেয়েছে। তবে গত বছরে এর সংখ্যা বৃদ্ধি করে ৩০ জন করা হয়েছে। জেডিএস সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।

অনুষ্ঠানে জানানো হয়, জাপান সরকার চলতি অর্থবছর থেকে পিএইচডি প্রার্থীদের জন্য জেডিএম প্রকল্প চালু করারও সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

উচ্চশিক্ষায় ৭০ লাখ ডলার সহায়তা দেবে জাপান !

আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে জাপান।
এ লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ সরকার এবং জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) মধ্যে মঙ্গলবার ঢাকায় উচ্চশিক্ষা  সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির অধীন মোট ৩০ জন সরকারি কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। সরকারি কর্মকর্তারা এই মঞ্জুরি সহায়তার অধীনে জনপ্রশাসন, অর্থনীতি বিষয়ক, আইন ব্যবস্থা, নগর পরিকল্পনা, সরকারি অর্থ এবং বিনিয়োগ নীতিসহ বিভিন্ন বিষয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। জাপান এই চুক্তির অধীনে বাংলাদেশকে ৭৮ কোটি ৯০ লাখ ইয়েন মঞ্জুরি সহায়তা দেবে। যার পরিমাণ ৭০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাতোশি নিশিকাত জেএমডি প্রকল্প হিসেবে পরিচিত মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ প্রকল্পের জন্যও একটি মঞ্জুরি সহায়তা চুক্তিতে সই করেন। এই প্রকল্পের অধীন ২০০২ সালের পর থেকে ২৯৮ জন বাংলাদেশি কর্মকর্তা জাপানে লেখাপড়া করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাপান সরকার প্রকল্প মেয়াদ বৃদ্ধি করেছে। জাপান সরকার গত কয়েক বছরে বাংলাদেশি উচ্চ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করেছে।

গত মঙ্গলবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ জন এই সুযোগ পেয়েছে। তবে গত বছরে এর সংখ্যা বৃদ্ধি করে ৩০ জন করা হয়েছে। জেডিএস সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।

অনুষ্ঠানে জানানো হয়, জাপান সরকার চলতি অর্থবছর থেকে পিএইচডি প্রার্থীদের জন্য জেডিএম প্রকল্প চালু করারও সিদ্ধান্ত নিয়েছে।