নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সিনেট অধিবেশন চলাকালীন সিনেট ভবনের গেটে শিক্ষক ও বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম অধ্যাপক আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন-সহকারী প্রক্টর, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ ও ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান।
অধ্যাপক আমজাদ আলী বলেন, সিনেট সভা চলাকালীন যারা সিনেট ভবনের গেট ভাঙা ও বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করতে তিনি সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি করা হয়েছে।
তিনি আরো বলেন, দ্রুত সময়ে মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।