শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

কালীগঞ্জে প্রকৃত দুস্থ, অসহায়, অস্বচ্ছল ও গরীবরা বয়স্ক ভাতার কার্ড পাচ্ছে না!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৭:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

বয়স্ক ভাতার কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড বিতরণে দুর্নীতি অনিয়মের আবার ও অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দুস্থ, অসহায়, অস্বচ্ছল ও গরীবদের এ ভাতার কার্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে রহস্য জনক কারনে উল্টো হচ্ছে। এদের পরিবর্তে চলতি বছর কার্ড পেয়েছেন কোটিপতি, দোতলা, তিনতলা বাড়ির মালিক, শহরের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ অঢেল ধন সম্পদের মালিক বনে যাওয়া ব্যক্তিরা। ৩ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে এসব ধন সম্পদের মালিকদের বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া উঠেছে। তবে তাদের কাছ থেকে কারা টাকা নিয়ে এসব কার্ড করে দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। ক্ষমতাসীন দলের কতিপয় ব্যাক্তিরা অর্থের লোভে তাদের কার্ড করে দিয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান বলেন, দুর্নীতি অনিয়নের মাধ্যমে কার্ড বিতরণের খবর পাওয়ার পর পৌর এলাকায় বন্টন করা ৩৫ টি কার্ডের সবকয়টি স্থগিত করে রাখা হয়েছে। তাদের ভাতা প্রদান ও বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা ডোর টু ডোর তদন্ত করে ২ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। সেই সময় পর্যন্ত সকল বয়স্ক ভাতার কার্ড স্থগিত থাকবে। এছাড়া ৩৫ বয়স্ক ভাতার কার্ডের টাকা না দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে জানিয়ে দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই কালীগঞ্জে শহরের কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা পেলেন বয়স্ক ভাতার কার্ড শিরোনামে সংবাদপত্রে খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার সেই কার্ড টি বাতিল করে একই এলাকার দুস্থ ও অসহায় ইষ্টম দাসকে কার্ড টি প্রদান করেন। সেই ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও

অভিযোগ পাওয়া গেছে, কোটিপতি আর শহরে একাধিক দোকান-পাটের মালিক ফয়লা গ্রামের (নলডাঙ্গা রোড) শুকুমার মুখার্জী পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড। যার কার্ড নং ২৮১০/১। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোমবার দুপুরে শুকুমার মুখার্জীর কার্ডটিও বাতিল করেন ইউএনও। শুকুমার মুখার্জী জানান, বয়স হলেই বয়স্ক ভাতার কার্ড পাওয়া যায়। তাই তিনি কার্ডটি নিয়েছিলেন। কিন্তু যখন জানতে পেরেছেন এ কার্ড দুস্থ, অসহায় ও গরীব মানুষদের জন্য তখন তিনি তা ফেরত দিয়েছেন বলে দাবি করেন। তবে এলাকাবাসীর অভিযোগ নলডাঙ্গা রোডের একটি চায়ের দোকানকারের কাছে তিনি সাড়ে ৩ হাজার টাকা দিয়ে কার্ড টি করেছিলেন। আর কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা ৬ হাজার টাকা দিয়ে বয়স্ক ভাতার কার্ডটি করেছিলেন। তাদের দুইজনেই কার্ডটি উপজেলা নির্বাহী অফিসার বাতিল করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৩৫ বয়স্ক ভাতার কার্ড স্থগিত করে রাখা হয়েছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রকৃত দুস্থ, অসহায়, অস্বচ্ছল ও গরীবরা বয়স্ক ভাতার কার্ড পাচ্ছে না!

আপডেট সময় : ০৯:১৭:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭

বয়স্ক ভাতার কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড বিতরণে দুর্নীতি অনিয়মের আবার ও অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দুস্থ, অসহায়, অস্বচ্ছল ও গরীবদের এ ভাতার কার্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে রহস্য জনক কারনে উল্টো হচ্ছে। এদের পরিবর্তে চলতি বছর কার্ড পেয়েছেন কোটিপতি, দোতলা, তিনতলা বাড়ির মালিক, শহরের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ অঢেল ধন সম্পদের মালিক বনে যাওয়া ব্যক্তিরা। ৩ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে এসব ধন সম্পদের মালিকদের বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া উঠেছে। তবে তাদের কাছ থেকে কারা টাকা নিয়ে এসব কার্ড করে দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। ক্ষমতাসীন দলের কতিপয় ব্যাক্তিরা অর্থের লোভে তাদের কার্ড করে দিয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান বলেন, দুর্নীতি অনিয়নের মাধ্যমে কার্ড বিতরণের খবর পাওয়ার পর পৌর এলাকায় বন্টন করা ৩৫ টি কার্ডের সবকয়টি স্থগিত করে রাখা হয়েছে। তাদের ভাতা প্রদান ও বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা ডোর টু ডোর তদন্ত করে ২ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। সেই সময় পর্যন্ত সকল বয়স্ক ভাতার কার্ড স্থগিত থাকবে। এছাড়া ৩৫ বয়স্ক ভাতার কার্ডের টাকা না দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে জানিয়ে দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই কালীগঞ্জে শহরের কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা পেলেন বয়স্ক ভাতার কার্ড শিরোনামে সংবাদপত্রে খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার সেই কার্ড টি বাতিল করে একই এলাকার দুস্থ ও অসহায় ইষ্টম দাসকে কার্ড টি প্রদান করেন। সেই ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও

অভিযোগ পাওয়া গেছে, কোটিপতি আর শহরে একাধিক দোকান-পাটের মালিক ফয়লা গ্রামের (নলডাঙ্গা রোড) শুকুমার মুখার্জী পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড। যার কার্ড নং ২৮১০/১। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোমবার দুপুরে শুকুমার মুখার্জীর কার্ডটিও বাতিল করেন ইউএনও। শুকুমার মুখার্জী জানান, বয়স হলেই বয়স্ক ভাতার কার্ড পাওয়া যায়। তাই তিনি কার্ডটি নিয়েছিলেন। কিন্তু যখন জানতে পেরেছেন এ কার্ড দুস্থ, অসহায় ও গরীব মানুষদের জন্য তখন তিনি তা ফেরত দিয়েছেন বলে দাবি করেন। তবে এলাকাবাসীর অভিযোগ নলডাঙ্গা রোডের একটি চায়ের দোকানকারের কাছে তিনি সাড়ে ৩ হাজার টাকা দিয়ে কার্ড টি করেছিলেন। আর কলেজ পাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা ৬ হাজার টাকা দিয়ে বয়স্ক ভাতার কার্ডটি করেছিলেন। তাদের দুইজনেই কার্ডটি উপজেলা নির্বাহী অফিসার বাতিল করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৩৫ বয়স্ক ভাতার কার্ড স্থগিত করে রাখা হয়েছে ।