লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ ও তাকে অন্তঃস্বত্ত্বা করার অভিযোগে জড়িত ভাবি-দেবরের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ধর্ষিতা নারীর ভুমিষ্ট সন্তানের ভরন পোষনের ব্যয় বহনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী। (আজ) বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার শাকচর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে ও রুনা আক্তার নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে একই বাড়ির হালিমার ঘরে তার সহায়তায় ২০০৫ সালের ১০ই এপ্রিল অভিযুক্ত মাইন উদ্দিন বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লেও মাইন উদ্দিন বিয়েতে অস্বীকার করায় ভিকটিম রুনা বাধ্য হয়ে ২০০৫ সালের ৩০শে অক্টোবর লক্ষ্মীপুর সদর থানায় মাইন উদ্দিন ও হালিমাসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করে। এরপর ২০০৫ সালে ১১ নভেম্বর এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুস সালাম দুইজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত দীর্ঘ শুনানী, ৮জনের সাক্ষ্য প্রমাণ এবং পর্যালোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট আবুল বাসার।