এবার ক্রিকেটে মন দিচ্ছেন রণবীর সিং !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপের নায়ক কপিল দেবকে নিয়ে বায়োপিক হতে চলেছে।  আর তাতেই এবার নাকি দেখা যাবে বলিউডি অভিনেতা রণবীর সিংকে। প্রথমে যদিও কপিল দেবের চরিত্রের জন্য প্রস্তাবিত হয় অর্জুন কাপুরের নাম। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান চরিত্রটি থেকে। পরবর্তী সময়ে অর্জুনের জায়গা ছিনিয়ে নেন অভিনেতা রণবীর সিং।

কপিল দেবের বায়োপিকের পাশাপাশি ভারতের দুর্লভ জয়ের কিছু অজানা গল্পও থাকবে ছবিটিতে।  কিন্তু সমস্যা রয়েছে এখানেও। সমস্যাটা মূলত নায়ককে নিয়েই। পরিচালক কবির খানের কাছে একটি বড় সমস্যা ছিল ছবিটির জন্য উপযুক্ত নায়ক বেছে নেওয়া। কিন্তু রণবীরকে পেয়ে যেন তিনি এখন বড় বিপদ থেকে রেহাই পেয়েছেন। পরিচালকের মতে রণবীর খুব ভালই ফুটিয়ে তুলতে পারবেন এই চরিত্রটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার ক্রিকেটে মন দিচ্ছেন রণবীর সিং !

আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

এবার ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপের নায়ক কপিল দেবকে নিয়ে বায়োপিক হতে চলেছে।  আর তাতেই এবার নাকি দেখা যাবে বলিউডি অভিনেতা রণবীর সিংকে। প্রথমে যদিও কপিল দেবের চরিত্রের জন্য প্রস্তাবিত হয় অর্জুন কাপুরের নাম। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান চরিত্রটি থেকে। পরবর্তী সময়ে অর্জুনের জায়গা ছিনিয়ে নেন অভিনেতা রণবীর সিং।

কপিল দেবের বায়োপিকের পাশাপাশি ভারতের দুর্লভ জয়ের কিছু অজানা গল্পও থাকবে ছবিটিতে।  কিন্তু সমস্যা রয়েছে এখানেও। সমস্যাটা মূলত নায়ককে নিয়েই। পরিচালক কবির খানের কাছে একটি বড় সমস্যা ছিল ছবিটির জন্য উপযুক্ত নায়ক বেছে নেওয়া। কিন্তু রণবীরকে পেয়ে যেন তিনি এখন বড় বিপদ থেকে রেহাই পেয়েছেন। পরিচালকের মতে রণবীর খুব ভালই ফুটিয়ে তুলতে পারবেন এই চরিত্রটি।