নিউজ ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় এখন ছবি শেয়ারিং এর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফরম হল ইনস্টাগ্রাম। আর সেই ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের মালিক সেলেনা গোমেজ। সম্প্রতি ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ব্লগ হপার এইচকিউ এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সেলেনাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১২ কোটি ২০ লাখ। অবিশ্বাস্য হলেও তার প্রতি পোস্টে অস্বাভাবিক রকমের বেশি লাইকপ্রাপ্তি ঘটে। আর সেই কারনেই সেলেনা প্রতি পোস্টে তার স্পন্সরদাতাদের কাছ থেকে নেন ৪ লাখ ২৫ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকার পরিমাণে দাঁড়ায় ৪ কোটি ৪২ লাখ টাকা।
জানা গেছে, ইনস্টাগ্রামে এসব তারকাদের ভক্তদের নিকট ছবি উপস্থাপিত হয় আরো ডায়নামিকভাবে। ফলে এই প্ল্যাটফরমে বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভিড় বাড়াচ্ছে।























































