রণবীরকে নিজের বয়ফ্রেন্ড দাবি এরিকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রণবীর কাপুর আপাতত সিঙ্গেল। কারণ তার লাস্ট গার্লফ্রেন্ড ছিলেন ক্যাটরিনা কাইফ। সেও তো অনেকদিনের গল্প। অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তাও চলছে অনবরত, সে মত চলছে পাত্রীর খোঁজ৷

এমন সময়ই মডেল এরিকা প্যাকার্ড দাবি করলেন রণবীর কাপুরের গার্লফ্রেন্ড তিনি। শুধু তাই নয়, একেবারে প্রমাণ সহ এই দাবি করেলেন মডেল এরিকা। রণবীরের সঙ্গে তোলা একটি ছবি পোস্টও করেন ইনস্টাগ্রামে। কিন্তু শেষে এক টুইস্টও রেখেছিলেন ছবির শেষের লেখাটিতে৷তিনি লিখেছেন রণবীর নাকি তার টিভিসি বয়ফ্রেন্ড।

অর্থাৎ রণবীর-এরিকা জুটি শুধুই বিনোদনের জন্য। মানে ওই বিদ্যা বালনের ‘ডার্টি পিকচার’ এর সেই ডায়লগ। এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এবং এন্টারটেনমেন্টেরই জন্য। কোনও সম্পর্ক গড়ে ওঠেনি তাঁদের মধ্যে। রণবীর আগের মতনই ‘সিঙ্গেল’ই আছেন, ও তার বিয়ের জন্য লন্ডনের পাত্রীর খোঁজ চলছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রণবীরকে নিজের বয়ফ্রেন্ড দাবি এরিকার !

আপডেট সময় : ১২:৫২:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রণবীর কাপুর আপাতত সিঙ্গেল। কারণ তার লাস্ট গার্লফ্রেন্ড ছিলেন ক্যাটরিনা কাইফ। সেও তো অনেকদিনের গল্প। অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তাও চলছে অনবরত, সে মত চলছে পাত্রীর খোঁজ৷

এমন সময়ই মডেল এরিকা প্যাকার্ড দাবি করলেন রণবীর কাপুরের গার্লফ্রেন্ড তিনি। শুধু তাই নয়, একেবারে প্রমাণ সহ এই দাবি করেলেন মডেল এরিকা। রণবীরের সঙ্গে তোলা একটি ছবি পোস্টও করেন ইনস্টাগ্রামে। কিন্তু শেষে এক টুইস্টও রেখেছিলেন ছবির শেষের লেখাটিতে৷তিনি লিখেছেন রণবীর নাকি তার টিভিসি বয়ফ্রেন্ড।

অর্থাৎ রণবীর-এরিকা জুটি শুধুই বিনোদনের জন্য। মানে ওই বিদ্যা বালনের ‘ডার্টি পিকচার’ এর সেই ডায়লগ। এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এবং এন্টারটেনমেন্টেরই জন্য। কোনও সম্পর্ক গড়ে ওঠেনি তাঁদের মধ্যে। রণবীর আগের মতনই ‘সিঙ্গেল’ই আছেন, ও তার বিয়ের জন্য লন্ডনের পাত্রীর খোঁজ চলছে৷