শিরোনাম :
Logo ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা Logo সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলে আটক রাখছে: রিজভী Logo বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: মির্জা ফখরুল Logo গণমাধ্যম বন্ধের পক্ষে নই, আমরা এর ভেতরে থাকা ফ্যাসিজমের বিরুদ্ধে: নাহিদ Logo কুয়েতে কোরবানির ঈদের ছুটি ঘোষণা, ঈদ কবে? Logo ‘পারমাণবিকসহ পূর্ণ শক্তি প্রয়োগ হবে’ রাশিয়ায় জানালেন পাক রাষ্ট্রদূত Logo টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট Logo ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা Logo হ্যাকড হওয়া ফেসবুক পেজ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় Logo তিতাস থেকে তারাপুর—প্রযুক্তি, বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছায় খুলতে পারে নতুন অর্থনৈতিক দ্বার

বাহুবলিকে টেক্কা দেবে শ্রুতির ‘সংঘমিত্র’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহুবলির ঝড় থামার আগেই চলচ্চিত্র দুনিয়ায় আরেক ঝড় আসার ইঙ্গিত দিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। এবার হালের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রের সিরিজ ‘বাহুবলি’কে টেক্কা দিতে পৌরাণিক কাহিনী নির্ভর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শ্রুতি হাসান।

বলা হচ্ছে বাহুবলি দেড় হাজার কোটির আয়কেও ছাড়িয়ে নতুন রেকর্ড করার চ্যালেঞ্জ নিয়ে এবার আসছে নতুন ছবি ‌‌‘সংঘমিত্র’। এই ছবিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার শ্রুতি হাসান। সুন্দর সি’য়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পৌরাণিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘সংঘমিত্র’। বলা হচ্ছে, বাহুবলিকে টেক্কা দেবে এই ছবি। বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ছবিটির নাম ঘোষণা হলো।

‘বাহুবলি’র সাফল্যের পর পৌরাণিক কাহিনীভিত্তিক ছবি নির্মাণের দিকে ঝুঁকছেন দক্ষিণের অনেক নির্মাতাই। তারই ধারাবাহিকতায় শ্রুতি হাসান অভিনীত ‘সংঘমত্রি’ চলচ্চিত্রটির আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

এনডিটিভির খবরে জানা গেছে, ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটি ‘বাহুবলি’র মতই দুই খণ্ডে নির্মিত হবে। দুই খণ্ডের এই মহাকাব্যিক ছবির প্রযোজনায় থাকছে থেনাডাল স্টুডিও। শ্রুতি হাসান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ম রবি ও আয়রা। সংগীতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এ আর রহমান। ছবিটি নিয়ে জাঁকজমকের মাত্রা দেখে অনেকেই ধারণা করছেন, এই ছবি ‘বাহুবলিকে’ও ছাড়িয়ে যেতে পারে।

পরিচালক সুন্দর সি জানিয়েছেন, ১৮ শতকের তামিল ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এ ছবি হবে বিনোদনে ভরপুর। পরিচালকের ভাষায়, ‘বাহুবলি’ দক্ষিণের চলচ্চিত্রকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। আর আমি মনে করি, ‘সংঘমিত্র’ দক্ষিণের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে। ’ এখন সেটাই দেখার প্রত্যাশায় সবাই। তার জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সালের শেষ পর্যন্ত। ছবিটি আগামী বছরের অক্টোবরের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :

ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

বাহুবলিকে টেক্কা দেবে শ্রুতির ‘সংঘমিত্র’ !

আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাহুবলির ঝড় থামার আগেই চলচ্চিত্র দুনিয়ায় আরেক ঝড় আসার ইঙ্গিত দিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। এবার হালের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রের সিরিজ ‘বাহুবলি’কে টেক্কা দিতে পৌরাণিক কাহিনী নির্ভর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শ্রুতি হাসান।

বলা হচ্ছে বাহুবলি দেড় হাজার কোটির আয়কেও ছাড়িয়ে নতুন রেকর্ড করার চ্যালেঞ্জ নিয়ে এবার আসছে নতুন ছবি ‌‌‘সংঘমিত্র’। এই ছবিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার শ্রুতি হাসান। সুন্দর সি’য়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পৌরাণিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘সংঘমিত্র’। বলা হচ্ছে, বাহুবলিকে টেক্কা দেবে এই ছবি। বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ছবিটির নাম ঘোষণা হলো।

‘বাহুবলি’র সাফল্যের পর পৌরাণিক কাহিনীভিত্তিক ছবি নির্মাণের দিকে ঝুঁকছেন দক্ষিণের অনেক নির্মাতাই। তারই ধারাবাহিকতায় শ্রুতি হাসান অভিনীত ‘সংঘমত্রি’ চলচ্চিত্রটির আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

এনডিটিভির খবরে জানা গেছে, ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটি ‘বাহুবলি’র মতই দুই খণ্ডে নির্মিত হবে। দুই খণ্ডের এই মহাকাব্যিক ছবির প্রযোজনায় থাকছে থেনাডাল স্টুডিও। শ্রুতি হাসান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ম রবি ও আয়রা। সংগীতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এ আর রহমান। ছবিটি নিয়ে জাঁকজমকের মাত্রা দেখে অনেকেই ধারণা করছেন, এই ছবি ‘বাহুবলিকে’ও ছাড়িয়ে যেতে পারে।

পরিচালক সুন্দর সি জানিয়েছেন, ১৮ শতকের তামিল ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এ ছবি হবে বিনোদনে ভরপুর। পরিচালকের ভাষায়, ‘বাহুবলি’ দক্ষিণের চলচ্চিত্রকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। আর আমি মনে করি, ‘সংঘমিত্র’ দক্ষিণের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে। ’ এখন সেটাই দেখার প্রত্যাশায় সবাই। তার জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সালের শেষ পর্যন্ত। ছবিটি আগামী বছরের অক্টোবরের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি