বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

কানের রেড কার্পেটে হাঁটলেন আরাধ্যাও !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে যতবারই এসেছেন আরাধ্যা থেকেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। কিন্তু এবার একটু বড় হয়েছে মেয়ে। তাই মা্য়ের সঙ্গে রেড কার্পেটে হাজির লিটল প্রিন্সেসও।

রেড হট মা্য়ের সঙ্গে সুইট পিঙ্ক গাউনে নজর কাড়লেন আরাধ্যাও। নজর এড়ায়নি পাপারাৎজিদেরও। কান এর রেড কার্পেটে অ্যাশ-আরাধ্যার বেশ কিছু ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নীল গাউনের পর রেড হট গাউন। বিদায় বেলাতেও ঐশ্বর্যায় বুঁদ হয়ে রইল কান। রবিবারই কান থেকে বিদায় নিয়েছেন অ্যাশ। সেদিনই কান–এ দেখানো হয় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐশ্বর্যা– শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি। সেই উপলক্ষ্যে বিশেষ করে তাঁর কান ফিল্মফেস্টিভালে যোগদান। সেই সঙ্গে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড  ‌লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবেও উপস্থিত ছিলেন অ্যাশ।

রেড কার্পেটের প্রথম দিনে পাউডার নীল গাউন দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। শেষ দিনের রেড কার্পেটেও সেই মহময়ী উপস্থিতি অটুট রইল। রেড হট গাউনে আরও উজ্জ্বল হল তাঁর উপস্থিতি। অ্যাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ঝলসে উঠল হাজারো ক্যামেরা। দর্শকদেও নিরাশ করেননি তিনি। যতবার অনুরোধ এসেছে হাত নেড়ে দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন। ফটোগ্রাফারদের অনুরোধ ছবি তোলার মেনে সময় দিয়েছেন। গত তিন দিনে শুধু ঐশ্বর্যময় হয়ে রইল কান।

শেষ দিনের তাঁর লাল গাউনটি ডিজাইন করেছিলেন রালফ অ্যান্ড রুশো। কানে ছিল জরোয়ার দুল। তার আগে কালো রঙের অফশোল্ডার পোশাকে সমুদ্র সৈকতে ফটোশ্যুট সেরেছেন অ্যাশ।

এছাড়াও কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্য একাধিক ইভেন্টে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দিনেই বটল গ্রিন পোশাকে মোহিত করেছিলেন সাইকে। তার পরের দিন অ্যাশ হাজির হয়েছিলেন ঘিয়ে রঙের এমব্রডায়েরি করা গাউনে। মোটের উপর পর পর চার দিন শুধু নিজের সৌন্দর্যের দূত্যি ছড়িয়ে গেলেন তিনি। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স তাঁর রূপের ছটায় ঢাকা পড়ে যায় অনায়াসে।

সূত্র: আজকাল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কানের রেড কার্পেটে হাঁটলেন আরাধ্যাও !

আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে যতবারই এসেছেন আরাধ্যা থেকেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। কিন্তু এবার একটু বড় হয়েছে মেয়ে। তাই মা্য়ের সঙ্গে রেড কার্পেটে হাজির লিটল প্রিন্সেসও।

রেড হট মা্য়ের সঙ্গে সুইট পিঙ্ক গাউনে নজর কাড়লেন আরাধ্যাও। নজর এড়ায়নি পাপারাৎজিদেরও। কান এর রেড কার্পেটে অ্যাশ-আরাধ্যার বেশ কিছু ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নীল গাউনের পর রেড হট গাউন। বিদায় বেলাতেও ঐশ্বর্যায় বুঁদ হয়ে রইল কান। রবিবারই কান থেকে বিদায় নিয়েছেন অ্যাশ। সেদিনই কান–এ দেখানো হয় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐশ্বর্যা– শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি। সেই উপলক্ষ্যে বিশেষ করে তাঁর কান ফিল্মফেস্টিভালে যোগদান। সেই সঙ্গে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড  ‌লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবেও উপস্থিত ছিলেন অ্যাশ।

রেড কার্পেটের প্রথম দিনে পাউডার নীল গাউন দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। শেষ দিনের রেড কার্পেটেও সেই মহময়ী উপস্থিতি অটুট রইল। রেড হট গাউনে আরও উজ্জ্বল হল তাঁর উপস্থিতি। অ্যাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ঝলসে উঠল হাজারো ক্যামেরা। দর্শকদেও নিরাশ করেননি তিনি। যতবার অনুরোধ এসেছে হাত নেড়ে দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন। ফটোগ্রাফারদের অনুরোধ ছবি তোলার মেনে সময় দিয়েছেন। গত তিন দিনে শুধু ঐশ্বর্যময় হয়ে রইল কান।

শেষ দিনের তাঁর লাল গাউনটি ডিজাইন করেছিলেন রালফ অ্যান্ড রুশো। কানে ছিল জরোয়ার দুল। তার আগে কালো রঙের অফশোল্ডার পোশাকে সমুদ্র সৈকতে ফটোশ্যুট সেরেছেন অ্যাশ।

এছাড়াও কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্য একাধিক ইভেন্টে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দিনেই বটল গ্রিন পোশাকে মোহিত করেছিলেন সাইকে। তার পরের দিন অ্যাশ হাজির হয়েছিলেন ঘিয়ে রঙের এমব্রডায়েরি করা গাউনে। মোটের উপর পর পর চার দিন শুধু নিজের সৌন্দর্যের দূত্যি ছড়িয়ে গেলেন তিনি। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স তাঁর রূপের ছটায় ঢাকা পড়ে যায় অনায়াসে।

সূত্র: আজকাল