শিরোনাম :
Logo ফিলিপাইনে ভয়াবহ বন্যা Logo ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৫ Logo বীরগঞ্জে রাস্তার গাছ কাটা ও চাঁদা দাবীর অপরাধে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা Logo শেষবিদায় দিলেন মেয়ের কফিনে চুমু দিয়ে Logo বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার Logo আজ এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত Logo কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo মাইলস্টোন ট্র্যাজেডির সত্য উদঘাটন ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে সাচার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাবির শিক্ষক ফোরামের শোক প্রকাশ

কানের রেড কার্পেটে হাঁটলেন আরাধ্যাও !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে যতবারই এসেছেন আরাধ্যা থেকেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। কিন্তু এবার একটু বড় হয়েছে মেয়ে। তাই মা্য়ের সঙ্গে রেড কার্পেটে হাজির লিটল প্রিন্সেসও।

রেড হট মা্য়ের সঙ্গে সুইট পিঙ্ক গাউনে নজর কাড়লেন আরাধ্যাও। নজর এড়ায়নি পাপারাৎজিদেরও। কান এর রেড কার্পেটে অ্যাশ-আরাধ্যার বেশ কিছু ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নীল গাউনের পর রেড হট গাউন। বিদায় বেলাতেও ঐশ্বর্যায় বুঁদ হয়ে রইল কান। রবিবারই কান থেকে বিদায় নিয়েছেন অ্যাশ। সেদিনই কান–এ দেখানো হয় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐশ্বর্যা– শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি। সেই উপলক্ষ্যে বিশেষ করে তাঁর কান ফিল্মফেস্টিভালে যোগদান। সেই সঙ্গে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড  ‌লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবেও উপস্থিত ছিলেন অ্যাশ।

রেড কার্পেটের প্রথম দিনে পাউডার নীল গাউন দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। শেষ দিনের রেড কার্পেটেও সেই মহময়ী উপস্থিতি অটুট রইল। রেড হট গাউনে আরও উজ্জ্বল হল তাঁর উপস্থিতি। অ্যাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ঝলসে উঠল হাজারো ক্যামেরা। দর্শকদেও নিরাশ করেননি তিনি। যতবার অনুরোধ এসেছে হাত নেড়ে দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন। ফটোগ্রাফারদের অনুরোধ ছবি তোলার মেনে সময় দিয়েছেন। গত তিন দিনে শুধু ঐশ্বর্যময় হয়ে রইল কান।

শেষ দিনের তাঁর লাল গাউনটি ডিজাইন করেছিলেন রালফ অ্যান্ড রুশো। কানে ছিল জরোয়ার দুল। তার আগে কালো রঙের অফশোল্ডার পোশাকে সমুদ্র সৈকতে ফটোশ্যুট সেরেছেন অ্যাশ।

এছাড়াও কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্য একাধিক ইভেন্টে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দিনেই বটল গ্রিন পোশাকে মোহিত করেছিলেন সাইকে। তার পরের দিন অ্যাশ হাজির হয়েছিলেন ঘিয়ে রঙের এমব্রডায়েরি করা গাউনে। মোটের উপর পর পর চার দিন শুধু নিজের সৌন্দর্যের দূত্যি ছড়িয়ে গেলেন তিনি। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স তাঁর রূপের ছটায় ঢাকা পড়ে যায় অনায়াসে।

সূত্র: আজকাল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফিলিপাইনে ভয়াবহ বন্যা

কানের রেড কার্পেটে হাঁটলেন আরাধ্যাও !

আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে যতবারই এসেছেন আরাধ্যা থেকেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। কিন্তু এবার একটু বড় হয়েছে মেয়ে। তাই মা্য়ের সঙ্গে রেড কার্পেটে হাজির লিটল প্রিন্সেসও।

রেড হট মা্য়ের সঙ্গে সুইট পিঙ্ক গাউনে নজর কাড়লেন আরাধ্যাও। নজর এড়ায়নি পাপারাৎজিদেরও। কান এর রেড কার্পেটে অ্যাশ-আরাধ্যার বেশ কিছু ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নীল গাউনের পর রেড হট গাউন। বিদায় বেলাতেও ঐশ্বর্যায় বুঁদ হয়ে রইল কান। রবিবারই কান থেকে বিদায় নিয়েছেন অ্যাশ। সেদিনই কান–এ দেখানো হয় সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐশ্বর্যা– শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি। সেই উপলক্ষ্যে বিশেষ করে তাঁর কান ফিল্মফেস্টিভালে যোগদান। সেই সঙ্গে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড  ‌লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবেও উপস্থিত ছিলেন অ্যাশ।

রেড কার্পেটের প্রথম দিনে পাউডার নীল গাউন দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। শেষ দিনের রেড কার্পেটেও সেই মহময়ী উপস্থিতি অটুট রইল। রেড হট গাউনে আরও উজ্জ্বল হল তাঁর উপস্থিতি। অ্যাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে ঝলসে উঠল হাজারো ক্যামেরা। দর্শকদেও নিরাশ করেননি তিনি। যতবার অনুরোধ এসেছে হাত নেড়ে দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন। ফটোগ্রাফারদের অনুরোধ ছবি তোলার মেনে সময় দিয়েছেন। গত তিন দিনে শুধু ঐশ্বর্যময় হয়ে রইল কান।

শেষ দিনের তাঁর লাল গাউনটি ডিজাইন করেছিলেন রালফ অ্যান্ড রুশো। কানে ছিল জরোয়ার দুল। তার আগে কালো রঙের অফশোল্ডার পোশাকে সমুদ্র সৈকতে ফটোশ্যুট সেরেছেন অ্যাশ।

এছাড়াও কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্য একাধিক ইভেন্টে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দিনেই বটল গ্রিন পোশাকে মোহিত করেছিলেন সাইকে। তার পরের দিন অ্যাশ হাজির হয়েছিলেন ঘিয়ে রঙের এমব্রডায়েরি করা গাউনে। মোটের উপর পর পর চার দিন শুধু নিজের সৌন্দর্যের দূত্যি ছড়িয়ে গেলেন তিনি। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স তাঁর রূপের ছটায় ঢাকা পড়ে যায় অনায়াসে।

সূত্র: আজকাল