সাইফ-কন্যার বিকিনি লুকের ছবি ভাইরাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঠাকুমার বিকিনি পরা ছবিতে এক সময় মজেছিলেন তামাম দর্শক। নাতনিই বা বাদ যাবেন কেন? মনে আছে ‘অ্যান ইভেনিং ইন প্যারিস’-এর শর্মিলা ঠাকুরকে? অনেকটা তেমন রূপেই যেন এবার ধরা দিলেন তাঁর নাতনি সাইফ আলী খানের কন্যা সারা আলি খান।

টিনসেল টাউনে এন্ট্রির আগেই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিসেবে সারা বিখ্যাত। এবার সামনে এল তাঁর বিকিনি লুক। ছবিতে সারার সঙ্গে দেখা গিয়েছে প্রযোজক বিকাশ গুপ্তকে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সেই ছবি এখন ভাইরাল সামাজিক যোগযোগের মাধ্যমে।

সূত্র জানায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউড ডেব্যু করবেন সারা। কিন্তু সেই খবর কেউ এখনো পুরোপুরি নিশ্চিত করেননি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সালমান খান শিগগিরই তাঁর বোন অর্পিতা খানের বর আয়ুষ শর্মাকে ফিল্মে প্রোমোট করবেন। আর সেই ছবিতে আয়ুষের বিপরীতে দেখা যেতে পারে সারাকে। যদিও তা নিয়ে এখনও সারা বা তাঁর ঘনিষ্ঠ কেউ মুখ খোলেননি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাইফ-কন্যার বিকিনি লুকের ছবি ভাইরাল !

আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ঠাকুমার বিকিনি পরা ছবিতে এক সময় মজেছিলেন তামাম দর্শক। নাতনিই বা বাদ যাবেন কেন? মনে আছে ‘অ্যান ইভেনিং ইন প্যারিস’-এর শর্মিলা ঠাকুরকে? অনেকটা তেমন রূপেই যেন এবার ধরা দিলেন তাঁর নাতনি সাইফ আলী খানের কন্যা সারা আলি খান।

টিনসেল টাউনে এন্ট্রির আগেই সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিসেবে সারা বিখ্যাত। এবার সামনে এল তাঁর বিকিনি লুক। ছবিতে সারার সঙ্গে দেখা গিয়েছে প্রযোজক বিকাশ গুপ্তকে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সেই ছবি এখন ভাইরাল সামাজিক যোগযোগের মাধ্যমে।

সূত্র জানায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউড ডেব্যু করবেন সারা। কিন্তু সেই খবর কেউ এখনো পুরোপুরি নিশ্চিত করেননি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সালমান খান শিগগিরই তাঁর বোন অর্পিতা খানের বর আয়ুষ শর্মাকে ফিল্মে প্রোমোট করবেন। আর সেই ছবিতে আয়ুষের বিপরীতে দেখা যেতে পারে সারাকে। যদিও তা নিয়ে এখনও সারা বা তাঁর ঘনিষ্ঠ কেউ মুখ খোলেননি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা