নিউজ ডেস্ক:
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে গত ১৫ বছরে নিয়মিত মুখ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। একটি আন্তর্জাতিক কসমেটিস ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ২০০২ থেকে কানে তার নিয়মিত উপস্থিতি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার ব্রান্ডটির ‘ওপেন এয়ার সিনেমা’ বিভাগে তার ‘দেবদাস’ ছবিটি প্রদর্শিত হবে।
আজ পর্দা উঠছে কানের। ব্যতিক্রমী পোশাক ও বৈচিত্র্যময় অনুষঙ্গে নিজেকে সাজিয়ে রেড কার্পেটে হাজির হওয়ার ক্ষেত্রে সুনাম আছে ঐশ্বরিয়ার। গত ১৫ বছর ধরে যেসব রূপে হাজির হয়েছিলেন তার এক ঝলক-











































