নিউজ ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের অভিযান বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে অভিযান শুরু হয়েছে। ওই আস্তানাটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।
ঢাকা থেকে আসা র্যাবের বোমা ডিসপোজাল টিম আজ বোমাগুলোর নিষ্ক্রিয় করবে বলে ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কর্মান্ডার মেজর মনির আহম্মেদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আজ অভিযান সমাপ্ত করে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য: গত মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে দুইটি জঙ্গি আস্তানা ঘিরে রাখে র্যাব। এরপর আস্তানারা ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা করে অভিযান চালানো হয়। ভিতরে বোমা ও বিস্ফোরক দ্রব্য থাকতে পারে বলে র্যাবের বোমা ডিজপোজাল টিমকে ঝিনাইদহে আনা হয়। আস্তানা দুটি থেকে দুইটি সুইসাইডাল ভেস্ট ও পাঁচটি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি সার্কিট উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।