নিউজ ডেস্ক:
বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা বাহুবলী-দ্য কনক্লুশন বা বাহুবলী-টু। ছবির নামই বলে দেয় এটিই ছবির শেষ সিরিজ। এমনকি ছবি সংশ্লিষ্টদেরও বলতে শোনা গেছে বাহুবলীর পরবর্তী সিক্যুয়েন্সের চিন্তা করছেন তারা। তবে গত ২৮ এপ্রিল বাহুবলী-টু মুক্তির পর সব উলট-পালট হয়ে গেছে। মুক্তির পর এখন পর্যন্ত ১২০০ কোটি রুপির উপরে আয় করেছে এটি। তৈরি করছে নতুন রেকর্ড। আর এটাই আবার নতুন করে ভাবাচ্ছেন ছবির প্রযোজন ও পরিচালকদের। শোনা যাচ্ছে, এবার বাহুবলি-থ্রি নির্মাণের কথা ভাবছে এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর, ‘বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি ও তার প্রযোজক শবু ইয়ারলাগাড়া প্রথমবারের মতো তৃতীয় সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনা করছেন। এমনকি এরই মধ্যে রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্রপ্রসাদকে সম্ভাব্য প্লট নিয়ে ভাবতে বলা হয়েছে। অন্যান্য লেখকদেরও আইডিয়ার জন্য রাখা হবে। আইডিয়া তৈরির জন্য মিশন ইম্পসিবল এবং কিং আর্থার সিনেমা ফ্র্যাঞ্চাইজির চিত্রনাট্যকারদের নিয়ে টিম গঠন করা হবে। ’
সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, বাহুবলী ছবির প্রযোজক শবু ইয়ারলাগাড়া ও করণ জোহর। সূত্র জানায়, ফের রাজামৌলি বাহুবলী-থ্রি সিনেমার জন্য রাজি হবেন, যদি এই দুই প্রযোজক সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকেন। তবে গুঞ্জন রয়েছে, প্রযোজক শবু ইয়ারলাগাড়া ও করনণ জোহর নাকি ফের রাজামৌলির সঙ্গে কাজ করতে আগ্রহী।