মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুজিবনগর উপজেলার আহ্বায়ক কমিটি কার্যক্রম গতিশীল না হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর স্বেছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে, কমিটির কার্যক্রম গতিশীল না হওয়ায় স্থবিরতা এবং দলের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।