বিয়ের আনন্দে নাচলেন হবু বউ ! ভিডিও ভাইরাল

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা সাধারণত হবু বউ হতে যাওয়াকে চুপচাপ, গোমড়া মুখে দেখেই অভ্যস্থ। সম্প্রতি ভারতীয় বউয়ের চিরাচরিত ধারণা ভেঙে দেওয়ার মতো একটি ভিডিও ব্যাপক আলোচনায় এসেছে। ভারতীয় ওই ‘দেশি বউ’ বিয়ের আগে বান্ধবীদের সাথে নেচে গেয়ে হইচই ফেলে দিয়েছেন। তার সেই ড্যান্স পার্টির ভিডিও শেয়ার হচ্ছে দেদারছে।

গায়িকী সিয়ার চিপ থ্রিলস গানের সাথে নৃত্য করা সেই দেশি বউয়ের নাম হচ্ছে আমিশা ভার্দাজ। তার সাথে ছিল তার তিন বান্ধবী। মেকআপ শিল্পী যখন তার রূপসজ্জা করছিলো তখনও আমিশাকে গানের তালে সাড়া দিতে দেখা যাচ্ছিলো। এছাড়া ক্যাজুয়াল পোশাকেও তাদের দেখা যাচ্ছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিয়ের আনন্দে নাচলেন হবু বউ ! ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭

নিউজ ডেস্ক:

আমরা সাধারণত হবু বউ হতে যাওয়াকে চুপচাপ, গোমড়া মুখে দেখেই অভ্যস্থ। সম্প্রতি ভারতীয় বউয়ের চিরাচরিত ধারণা ভেঙে দেওয়ার মতো একটি ভিডিও ব্যাপক আলোচনায় এসেছে। ভারতীয় ওই ‘দেশি বউ’ বিয়ের আগে বান্ধবীদের সাথে নেচে গেয়ে হইচই ফেলে দিয়েছেন। তার সেই ড্যান্স পার্টির ভিডিও শেয়ার হচ্ছে দেদারছে।

গায়িকী সিয়ার চিপ থ্রিলস গানের সাথে নৃত্য করা সেই দেশি বউয়ের নাম হচ্ছে আমিশা ভার্দাজ। তার সাথে ছিল তার তিন বান্ধবী। মেকআপ শিল্পী যখন তার রূপসজ্জা করছিলো তখনও আমিশাকে গানের তালে সাড়া দিতে দেখা যাচ্ছিলো। এছাড়া ক্যাজুয়াল পোশাকেও তাদের দেখা যাচ্ছিলো।