নিউজ ডেস্ক:
ফের এক মার্কিন নাগরিককে হেফাজতে নিল উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা সমস্যায় নতুন মাত্রা পেল। এক মাসের মধ্যে এমন ঘটনা এই নিয়ে দু’বার ঘটল। সন্দেহজনক গতিবিধির জন্য তাঁকে গ্রেফতার হয়৷ এই বিষয়ে তদন্ত চলছে।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তিই কোরিয়ায় শিক্ষকতার সঙ্গে যুক্ত৷ প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পরমাণু এবং মিসাইল পরীক্ষার নিয়ে উত্তর কোরিয়া এবং আমেরিকা মধ্যে অনেক আগে থেকেই বিরোধ রয়েছে। এবার মার্কিন নাগরিকের গ্রেফতারের ঘটনা যে সেই বিরোধকে খানিকটা উসকে দিল তা বলাই বাহুল্য।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।





































