প্রেগন্যান্সি পিরিয়ডে করিনার সঙ্গে তুলনায় আপত্তি সোহার !

  • আপডেট সময় : ০৫:৫১:০২ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মা হতে চলেছেন সোহা আলি খান। সম্প্রতি এই খবর কনফার্ম করেছেন সোহার স্বামী কুণাল খেমু। কিন্তু প্রতি পদক্ষেপে বউদি করিনা কপূরের সঙ্গে তুলনা একেবারেই ভাল লাগছে না সোহার।

সদ্য প্রেগন্যান্সি পিরিয়ড পেরিয়ে এসেছেন করিনা। গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন। তাই তাঁর প্রেগন্যান্সি পিরিয়ডের সঙ্গে সোহারও তুলনা শুরু করেছেন অনেকে। এটাই না পসন্দ সোহার।

সম্প্রতি সাংবাদিকদের সোহা বলেন, ‘‘প্রত্যেক মানুষ আলাদা। তাই কোনওভাবেই এই তুলনাটা ঠিক নয়। গর্ভাবস্থায় এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে। কারও বেশি বিশ্রামের দরকার হয়। কেউ আবার চুটিয়ে কাজ করতে পারেন। তাই খাওয়ার পছন্দ বা পোশাক— সবটাই আলাদা হওয়া স্বাভাবিক। এই ধরনের তুলনা একদম ভুল।’’

দিন কয়েক আগে কুণাল সাংবাদিকদের বলেছিলেন, ‘‘সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষের দিকে। আমাদের জয়েন্ট প্রোডাকশন। এই খবর জানাতে খুব ভাল লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।’’

সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। শুধু অহেতুক এই তুলনা মেনে নিতে পারছেন না নায়িকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রেগন্যান্সি পিরিয়ডে করিনার সঙ্গে তুলনায় আপত্তি সোহার !

আপডেট সময় : ০৫:৫১:০২ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭

নিউজ ডেস্ক:

মা হতে চলেছেন সোহা আলি খান। সম্প্রতি এই খবর কনফার্ম করেছেন সোহার স্বামী কুণাল খেমু। কিন্তু প্রতি পদক্ষেপে বউদি করিনা কপূরের সঙ্গে তুলনা একেবারেই ভাল লাগছে না সোহার।

সদ্য প্রেগন্যান্সি পিরিয়ড পেরিয়ে এসেছেন করিনা। গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন। তাই তাঁর প্রেগন্যান্সি পিরিয়ডের সঙ্গে সোহারও তুলনা শুরু করেছেন অনেকে। এটাই না পসন্দ সোহার।

সম্প্রতি সাংবাদিকদের সোহা বলেন, ‘‘প্রত্যেক মানুষ আলাদা। তাই কোনওভাবেই এই তুলনাটা ঠিক নয়। গর্ভাবস্থায় এক এক জনের শারীরিক অবস্থা এক এক রকম থাকে। কারও বেশি বিশ্রামের দরকার হয়। কেউ আবার চুটিয়ে কাজ করতে পারেন। তাই খাওয়ার পছন্দ বা পোশাক— সবটাই আলাদা হওয়া স্বাভাবিক। এই ধরনের তুলনা একদম ভুল।’’

দিন কয়েক আগে কুণাল সাংবাদিকদের বলেছিলেন, ‘‘সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষের দিকে। আমাদের জয়েন্ট প্রোডাকশন। এই খবর জানাতে খুব ভাল লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।’’

সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। শুধু অহেতুক এই তুলনা মেনে নিতে পারছেন না নায়িকা।