শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

যে ১০টি রেকর্ড গড়ল বাহুবলী-২ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবশেষে সমস্ত রহস্যের উত্তর মিলেছে। কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছে তাও জানা গিয়েছেন। ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্য বোধহয় এটিই ছিল। আর তাই তো দর্শকের রহস্যের কিনারা করতে প্রথম দিনেই এই ছবি একাধিক রেকর্ড গড়ে বসল।

শুধু ছবি নয়, ছবির মুক্তির ঘনঘটাও বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। বাহুবলী ২ মুক্তির দিনেই যেসব রেকর্ড গড়েছে তা একঝলকে দেখে নেওয়া যাক।

১। বাহুবলী ২ এর উদ্বোধনে থিয়েটারে ভর্তির হার রেকর্ড তৈরি করেছে। প্রথম দিনে হলগুলিতে আসন দখলের হার ছিল ৯৫ শতাংশ। এদিক থেকে সমস্ত বড় বড় সিনেমাকে পিছনে ফেল দিয়েছে বাহুবলী-২।

২ স্ক্রিনের সংখ্যাতেও বাজিমাৎ বাহুবলীর। একসঙ্গে ৯০০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে বাহুবলী-২। যা নিজের মধ্যেই রেকর্ড। কোনো ভারতীয় ছবি একসঙ্গে এত স্ক্রিনে মুক্তি পায়নি।

৩। বাহুবলী-২-এর আগাম ব্যবসাও রেকর্ড গড়েছে। এর আগে দঙ্গল ছবি মুক্তির আগে ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু বাহুবলী ২ একেবারে দ্বিগুন মানে ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবি মুক্তির আগেই শুধুমাত্র টিকিট বিক্রি করে।

৪। ছবি মুক্তির দিন সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এই ছবি। কাবালি, দঙ্গল, সুলতানকে পিছনে ছেড়ে বাহুবলী-২ প্রথম দিনেই ১২১ কোটি টাকার ব্যবসা করেছে।

৫। প্রথম কোনো সিনেমা প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।

৬। বাহুবলী-২ যেদিন মুক্তি পায় সেদিন কোনো ছুটির দিন ছিল না বা কোনো উৎসবও ছিল না। তবুও ওয়ার্কিং ডে-তে এত বড় ওপেনিং অন্য কোনো ছবি পায়নি।

৭। বাহুবলী-২ এর টিকিটের দামও ইতিহাস সৃষ্টি করেছে। বাহুবলী ২ ছবির এক একটি টিকিট ২৪০০ টাকায় বিক্রি হয়েছে ভাবতে পারছেন?

৮। প্রথম ভারতীয় কোনো ছবি আমেরিকায় একসঙ্গে ৮০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে।

৯। একদিনে সবচেয়ে বেশি টাকা ব্যবসার রেকর্ডও বাহুবলী ২-এর। কোনো সুপারহিট বা মেগাহিট ছবিও একদিনে ১২১ কোটি টাকার ব্যবসা করতে পারেনি।

১০। দ্রুততম ৫০০ কোটি টাকার ব্যবসা করার রেকর্ডও এই ছবিরই হাতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

যে ১০টি রেকর্ড গড়ল বাহুবলী-২ !

আপডেট সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

অবশেষে সমস্ত রহস্যের উত্তর মিলেছে। কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছে তাও জানা গিয়েছেন। ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্য বোধহয় এটিই ছিল। আর তাই তো দর্শকের রহস্যের কিনারা করতে প্রথম দিনেই এই ছবি একাধিক রেকর্ড গড়ে বসল।

শুধু ছবি নয়, ছবির মুক্তির ঘনঘটাও বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। বাহুবলী ২ মুক্তির দিনেই যেসব রেকর্ড গড়েছে তা একঝলকে দেখে নেওয়া যাক।

১। বাহুবলী ২ এর উদ্বোধনে থিয়েটারে ভর্তির হার রেকর্ড তৈরি করেছে। প্রথম দিনে হলগুলিতে আসন দখলের হার ছিল ৯৫ শতাংশ। এদিক থেকে সমস্ত বড় বড় সিনেমাকে পিছনে ফেল দিয়েছে বাহুবলী-২।

২ স্ক্রিনের সংখ্যাতেও বাজিমাৎ বাহুবলীর। একসঙ্গে ৯০০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে বাহুবলী-২। যা নিজের মধ্যেই রেকর্ড। কোনো ভারতীয় ছবি একসঙ্গে এত স্ক্রিনে মুক্তি পায়নি।

৩। বাহুবলী-২-এর আগাম ব্যবসাও রেকর্ড গড়েছে। এর আগে দঙ্গল ছবি মুক্তির আগে ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু বাহুবলী ২ একেবারে দ্বিগুন মানে ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবি মুক্তির আগেই শুধুমাত্র টিকিট বিক্রি করে।

৪। ছবি মুক্তির দিন সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এই ছবি। কাবালি, দঙ্গল, সুলতানকে পিছনে ছেড়ে বাহুবলী-২ প্রথম দিনেই ১২১ কোটি টাকার ব্যবসা করেছে।

৫। প্রথম কোনো সিনেমা প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।

৬। বাহুবলী-২ যেদিন মুক্তি পায় সেদিন কোনো ছুটির দিন ছিল না বা কোনো উৎসবও ছিল না। তবুও ওয়ার্কিং ডে-তে এত বড় ওপেনিং অন্য কোনো ছবি পায়নি।

৭। বাহুবলী-২ এর টিকিটের দামও ইতিহাস সৃষ্টি করেছে। বাহুবলী ২ ছবির এক একটি টিকিট ২৪০০ টাকায় বিক্রি হয়েছে ভাবতে পারছেন?

৮। প্রথম ভারতীয় কোনো ছবি আমেরিকায় একসঙ্গে ৮০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে।

৯। একদিনে সবচেয়ে বেশি টাকা ব্যবসার রেকর্ডও বাহুবলী ২-এর। কোনো সুপারহিট বা মেগাহিট ছবিও একদিনে ১২১ কোটি টাকার ব্যবসা করতে পারেনি।

১০। দ্রুততম ৫০০ কোটি টাকার ব্যবসা করার রেকর্ডও এই ছবিরই হাতে।